চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৯ এপ্রিল পেইচিংয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান ও ভারতের অর্জিত ঐকমত্যকে চীন স্বাগত জানায় ।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারাফ সম্প্রতি ভারতে গত চার বছরের মধ্যে প্রথম সফর করেছেন । দু'পক্ষের প্রকাশিত যুক্ত বিবৃতিতে বলা হয়েছে , পাক - ভারত শান্তি প্রক্রিয়া অপ্রতিরোধ্য ।
ছিন কাং এর উপর মন্তব্য করে বলেছেন , চীন আন্তরিকভাবে আশা করে , পাকিস্তান ও ভারত সংলাপের প্রবণতা বজায় রাখবে , সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করবে এবং সম্প্রীতি ও যৌথ উন্নয়নের লক্ষ্য বাস্তবায়িত করবে ।
|