পিপলস ডেইলি পত্রিকায় বলা হয়েছে, এই বছরের প্রথম তিন মাসে চীনের রাষ্ট্রীয় সম্পদ কমিটির সরাসরি পরিচালিত রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা ১ হাজার ৪ শো বিলিয়ান ইউয়ানের বেশি হয়েছে। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ৩১ শতাংশেরও বেশী।
জানা গেছে, এ বছরের প্রথম তিন মাসে এসব রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠান সক্রিয়ভাবে দেশের বহুমুখী নিয়ন্ত্রণ নীতি বাস্তবায়ন করেছে। প্রধান পণ্যদ্রব্যের উত্পাদন পরিমান দ্রুত বেড়েছে। এর সঙ্গে সঙ্গে এসব শিল্পপ্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যবস্থাপনা জোরদার করেছে। যার ফলে শক্তি এবং লোকসান কমানোর মাত্রা আরো উন্নত হয়েছে।
|