হাইতিস্থ চীনের প্রথম শান্তিরক্ষী পুলিশের বিস্ফোরণ প্রতিরোধ দল সাফল্যের সঙ্গে কর্তব্য শেষ করে ১৮ এপ্রিল রাতে জাতি সংঘের বিশেষ বিমানযোগে সুষ্ঠুভাবে পেইচিংয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে।
২০০৪ সালের সেপ্টেম্বরে জাতি সংঘের আহবানে চীন হাইতিতে ১২৫ সদস্যের একটি শান্তিরক্ষী পুলিশের বিস্ফোরণ প্রতিরোধ দল পাঠিয়েছে। জানা গেছে, ৬ মাসে বিস্ফোরণ প্রতিরোধ দল বহু বার অনুসন্ধান বা গ্রেফতার কর্তব্য পালন ও সশস্ত্র উপায়ে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পুলিশদের সাহায্য করেছে। তাঁরা অনেক অস্ত্র-শস্ত্র আর মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং অনেক অবৈধ সশস্ত্রব্যক্তি আর গুরুতর অপরাধীদের বন্দী করেছেন।
জাতি সংঘের কর্মকর্তা বলেছেন, চীনের শান্তিরক্ষী পুলিশের বিস্ফোরণ প্রতিরোধ দল স্থানীয় জনগণের কাছে চীনের পুলিশের দক্ষতা প্রদর্শন করেছে। তা ছাড়াও, তাঁরা জাতি সংঘের শান্তিরক্ষী তত্পরতায় একটি ভাল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
|