১৮ এপ্রিল জিম্বাবোয়ের রাজধানী হারারের জনগণ বিরাট সমাবেশ করে জিম্বাবোয়ের স্বাধীনতার ২৫তম বার্ষিকী উদযাপন করেছেন।
জিম্বাবোয়ের প্রেসিডেণ্ট রোবার্ট গাব্রিল মুগাব সমাবেশে ভাষণ দিয়েছেন। তিনি জিম্বাবোয়ের জনগণ দেশের স্বাধীনতা অর্জন করার জন্য কষ্টকর সময় অতিক্রম করার প্রক্রিয়া এবং স্বাধীনতার পর অর্জিত সাফল্যগুলো পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন, অর্থনীতির উন্নয়ন জিম্বাবোয়সরকারের দায়িত্ব। জিম্বাবোয়ের ওপর পাশ্চাত্য দেশগুলোর শত্রুতামূলক নীতি ভেঙে দেয়ার জন্য জিম্বাবোয়ে সরকার এশিয় এবং আফ্রিকান দেশগুলোর সঙ্গে পারস্পরিক উপকারিতার অংশীদারী সম্পর্ক অব্যাহতভাবে উন্নতি করবে , যাতে দেশের অর্থনীতি বিকশিত করা যায়।
আমন্ত্রণে উত্সবে অংশগ্রহণকারী জাম্বিয়ার প্রাক্তণ প্রেসিডেণ্ট কাউন্ডা একই দিন সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে বিরাট শক্তি সৃষ্টি করা যায়। আফ্রিকা- মহাদেশের উন্নয়নে অন্যদের ওপর নির্ভর করা যায় না। নিজেদের ওপর নির্ভর করা উচিত।
জিম্বাবোয়ে ১৮৯০ সালে ব্রিটেনের উপনিবেশ হয়েছিলো এবং ১৯৮০ সালের ১৮ এপ্রিল স্বাধীনতা ঘোষণা করেছে।
|