v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-19 10:36:38    
বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ছেন ছুন

cri

    ছেন ছুন চীনের একজন বিখ্যাত চলচিত্র অভিনেত্রী । বিশ-বাইশ বছর আগে ছেন ছুন বেশ কয়েকটি ছায়াছবিতে যুবতী মেয়ের চরিত্র সৃষ্টি করে তখনকার চলচিত্র অনুরাগীদের প্রশংসা জয় করেছেন । এই বছর ছেন ছুনের বয়স ৪২ বছর । ছেন ছুন একজন খোলা মনের ব্যক্তি , তিনি কখনো নিজের বয়স গোপন করেন না । মধ্যবয়সী নারী হলেও এখনো ছেন ছুনের মুখে সৌন্দর্যের ছাপ লক্ষ্য করা যায় । ১৯৮০ সালে ছেন ছুন " ছোট ফুল "নামে একটি ছায়াছবিতে নায়িকার ভুমিকায় অভিনয় করেছেন । চীনের বিখ্যাত ছায়াছবি পরিচালক সিয়ে চিনের পরিচালনায় তৈরী এই ছবিতে যুদ্ধ আমলে এক বড় ভাই ও তার ছোট বনের মর্মস্পর্শীকাহিনী বর্ণনা করা হয়েছে । তখন চীনে তথাকথিত সাংস্কৃতিক বিপ্লব মাত্র শেষ হয় , এই ছায়াছবি দেখে দর্শকরা গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন । তখন ছেন ছুনের বয়স মাত্র ১৭ বছর , ছায়াছবি " ছোট ফুলে " চরিত্রটির অভিজ্ঞতা ছেন ছুনের পক্ষে পরিচিত নয় , ভালোভাবে চরিত্র সৃষ্টির জন্য ছেনছুন যুদ্ধ আমলের অনেক বইপত্র ও তথ্য মনদিয়ে পর্যালোচনা করেছেন এবং চরিত্রটির মনোভাব ও সুখদুঃখ অনুভব করার প্রয়াস চালিয়েছেন । ছায়াছবিটিতে ছেন ছুন " ছোট ফুল " নামে যুবতী মেয়ের পরিবর্তনশীল মনের উপর গুরুত্ব দিয়ে চোখ দিয়ে মেয়েটির আনন্দ ও দুঃখ প্রকাশ করার চেষ্টা করেছেন । ছবিটি প্রকাশিত হওয়ার পর দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে । ছেন ছুন সেই বছরে চীনের ছায়াছবির সর্বোচ্চ পুরস্কার " শতফুল " পুরস্কার পেয়েছেন । তা ছাড়া , ছেন ছুন এই ছবির জন্য যুগোশ্লাভিয়া আন্তর্জাতিক চলচিত্র্য উত্সবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়ে চীনের এক চিত্র- তারকা হয়েছেন ।

    ছেন ছুনের অকৃত্রিম অভিনয় শৈলী চীনের দর্শকদের সমাদর পেয়েছে , ছায়াছবিতে যুবতী মেয়ে " ছোট ফুল" এই চরিত্রসৃষ্টির জন্য ছেন ছুনের নাম সারা চীনে ছড়িয়ে পড়ে , একসময় তার নাম চীনের আবালবৃদ্ধবনিতার মুখেমুখে ছিল । তখন থেকে বিশ-বাইশ বছর পার হয়ে গেছে , অনেকে এখনোও ছেন ছুনকে দেখে তাকে ছোট ফুল ডাকেন । ছেন ছুন বলেছেন , ছায়াছবি তৈরীর সময় আমার বয়স মাত্র ১৭ , ছবি তৈরীর স্টুডিওতে আমি আমার ১৮ তমোজন্মদিন উদযাপন করেছি । এখন আমার বয়স ৪২ বছর , কিন্তু রাস্তায় দর্শকরা আমাকে দেখে এখনো আমাকে ছোট ফুল ডাকেন । ১৭ বছরের যুবতী মেয়ে কত সুন্দর ! যৌবন আসলে পৃথিথীর সবচেয়ে সুন্দর জিনিস ।

ছায়াছবি " ছোট ফুল " তৈরীর কাজ সম্পন্ন করে ছেন ছুন "প্রবাসী চীনা " ও " জাগরণ "নামে দুটি ছায়াছবিতে অভিনয় করেছেন । ছায়াছবি " প্রবাসী চীনাতে" ছেন ছুন এক দেশপ্রেমিক প্রবাসী মেয়ে হুয়ান সি হুয়ার চরিত্রে অভিনয় করেছেন আর " জাগরণ "ছবিতে ছেন ছুন এক সহৃদয় ডাক্তারের ভুমিকায় অভিনয় করেছেন । এই দুটি ছায়াছবিতে ছেনছুনের অভিনয় ছোট ফুলের চেয়ে আরো পরিপক্ক হয়েছে ।

    ছেন ছুনের জন্ম পূর্ব চীনের সাংহাই শহরে । বাবা মা দুজনই বুদ্ধিজীবী , ছোট বেলা থেকেই ছেনছুন নানা ধরনের সাংস্কৃতিক রুপের সংস্পর্শে আসেন । ১৯৭৭ সালে ছেনছুন পরীক্ষার মাধ্যমে সাংহাই বিদেশী ভাষা ইন্সটিটিউটের ইংরাজী ভাষা বিভাগে ভর্তি হন , ইন্সটিটিউটের পড়াশুনা শেষ করে ছেন ছুন পড়াশুনার জন্য যুক্ত রাষ্ট্রে যান । যুক্ত রাষ্ট্রে ছেন ছুন দীর্ঘ বিশ বছর ছিলেন । এই বিশ বছর তিনি সুখদুঃখের নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন । প্রথম কয়েক বছরে ছেনছুন স্কলারশিপ পান , কাজেই যুক্ত রাষ্ট্রে তার জীবীকার কোনো অসুবিধা দেখা দেয় নি , তিনি যুক্ত রাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য বিশ্ববিদ্যালয়ে অভিনয় শিখেন । পড়াশুনা শেষ করে ছেন ছুন ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্য যান । সেখানে চাকরী পাওয়া সহজ নয় । জীবীকার জন্য ছেন ছুন রেস্তোঁরায় শারীরিক পরিশ্রম করেছিলেন , যখন রেস্তোঁরার মালিক অন্য লোককে ছেনছুনের পরিচয় দিয়ে বলেন , ছেনছুন চীনের বিখ্যাত চলচিত্র অভিনেত্রী , তখন ছেনছুন খুব লজ্জা বোধমনে করেন , তখনকার অনুভুতি স্মরণ করে ছেনছুন বলেছেন , যুক্ত রাষ্ট্রে থাকাকালে আমি নিজেকে নিঃসংগ মনে করতাম , সকালে ঘুম থেকে উঠে দাঁত মাঝার সময় আমার মনে হতো টুটপেষ্টের স্বাদ পর্যন্ত আমি পছন্দ করি না , অভ্যস্ত হওয়ার প্রয়াস চালানোর অর্থই নিজের অভ্যস ছেড়ে দেয়া আর আপোষ করা । আমি নিজের অভ্যস ত্যাগ করতে চাই না এবং আপোষ করতে চাই না বলে অনেকদিন পরও আমি যুক্ত রাষ্ট্রের জীবনে অভ্যস্ত হতে পারি নি । সেই সময়পর্বে মনমরা ছেনছুন যাত্রীবাহী বিমানের হোস্টেস আর বৃদ্ধবৃদ্ধার নার্সের কাজ করেছিলেন , কিন্তু কখনও চলচিত্র অভিনেত্রীর কাজ করার স্বপ্ব দেখার সাহস পান নি । পরে একটি গাড়ী পাকিং মাঠে যুক্ত রাষ্ট্রের একজন পরিচালক ছেনছুনকে আবিষ্কার করেন । তিনি ছেনছুনকে যুক্ত রাষ্ট্রের একটি ছায়াছবিতে এক চরিত্র অভিনয় করার অনুরোধ করেছেন , তখন থেকে ছেনছুন আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন এবং যুক্ত রাষ্ট্রের বেশ কয়েকটি ছায়াছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন ।

    ছেনছুনের পক্ষে ১৯৮৭ সাল হচ্ছে এক সৌভাগ্যের বছর । সেই বছর ছেনছুন ইতালি , যুক্ত রাষ্ট্র ও চীনের যৌথ উদ্যোগে তৈরী কাহিনী ছবি " শেষ রাজা "তে রানী উয়ান রোনের ভুমিকায় অভিনয় করেছেন । এই ছবিতে ছেনছুন সাফল্যের সংগে রাণী উয়ান রোনের বেদনাবিধুর জীবন জীবন্তভাবে প্রতিফলনের চেষ্টা করেছেন , তার চমত্কার অভিনয় বিশ্ব চলচিত্র মহলের দৃষ্টি আকর্ষন করেছে , তখন থেকে ছেন ছুনের নাম হলিউডের অভিনেতা -অভিনেত্রীর নামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । নব্বইয়ের দশকে যুক্ত রাষ্ট্রের চলচ্চিত্র মহলে ছেনছুনের খ্যাতি ক্রমেই বাড়ে । তিনি " সাদা গোলাপ লাল গোলাপ " আর " ভবিষ্যতের অনুপ্রেরণা"নামক দুটি ছায়াছবিতে প্রধান অভিনেত্রীর ভুমিকায় অভিনয় করেছেন , এই দুটি ছবি বিশ্বময় জনপ্রিয়তা অর্জন করেছে । সাম্প্রতিক বছরগুলোতে ছেন ছুন ছায়াছবির পরিচালক ও প্রযোজক হওয়ার প্রয়াস চালিয়েছেন । তার পরিচালনায় তৈরী " নিউইয়র্কের শরত্কাল "নামক ছায়াছবি দর্শকদের সমাদর পেয়েছে এবং ব্যবসা সফল হয়েছে । অভিনয় সম্বন্ধে ছেনছুন বলেছেন , ছায়াছবি ও টেলিভিশনের দর্শকরা পর্দা থেকে মনোরম দৃশ্য ও সুন্দর অভিনেতা অভিনেত্রীকে দেখতে চান , কাজেই আমি মনে করি ছায়াছবিতে অভিনেত্রী হিসেবে অভিনয় করা আমার পক্ষে আর উপযুক্ত নয় । আমি এখন নাটক রচনা ও ছায়াছবি পরিচালনার কাজ বেশি পছন্দ করি । আমার জীবনে নানা ধরনের অভিজ্ঞতা আছে , আমি বাসায় বসে নাটক রচনার কাজ হাতে নিয়েছি । বর্তমানে আমি যুক্ত রাষ্ট্রের বিখ্যাত প্রবাসীচীনা লেখক ইয়ে হুয়া লিনের উপন্যাস " ফু সান " আর চীনের বিখ্যাত নারী লেখক ছি লির উপন্যাস " বিস্ময়কর সৃষ্টিকে " ছায়াছবির কাহিনীতে রুপান্তরিত করার চেষ্টা করছি।

    ছেনছুনের জীবনে একবার ব্যর্থ বিয়ে হয়েছিল , ছাড়াছাড়ির পর ছেনছুন আবার বিয়ে করেছেন , তার বর্তমান স্বামী একজন ডাক্তার , তাদের দুটি মেয়ে আছে , ছেনছুন ধুমধাম পছন্দ করেন না , অবসর সময়ে তিনি বাড়ীতে স্বামী ও মেয়ের সংগে থাকতে পছন্দ করেন ।