১৮ই এপ্রিল চুমোলাংমা শৃঙগের উচ্চতা আবার পরিমাপ করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । পর্বতারোহী দলের সদস্যরা সমুদ্র-পৃষ্ঠথেকে ৬৫০০ মিটার উচু শিবিরের উদ্দেশ্যে চুমোলাংমা শৃঙগ শিবির থেকে রওয়ানা হয়েছেন ।
পরিকল্পনা অনুযায়ী মোট ১৪জন সদস্যচুমোলাংমা শৃঙগ শিবির থেকে রওযানা হয়েছেন । তাদের মধ্যে ৬জন আনুষ্ঠানিকপরিমাপ কর্মী । ৬৫০০ মিটার উচুতে আরোহন করার পর সদস্যদের শারিরিক অবস্থা অনুসারে যারা আরও উপর দিকে আরোহন করবেন তাদের পুনর্বিন্যাস্তকরা হবে ।
১৯৭৫ সালের পরিমাপ আনুযায়ী চীন ঘোষনা করেছিল যে , বিশ্বের উচ্চতম শৃঙগ চুমোলাংমা শৃঙগের উচ্চতা ৮৮৪৮.১৩ মিটার ।
|