১৮তারিখে আয়োজিত " ওলিম্পিক গেমসের স্টেডিয়ামের নির্মান ও ব্যবস্থাপনা সম্পর্কে আন্তর্জাতিক ফোরাম ও ওলিম্পিক গেমসের অর্থনীতি" শিরোনামে সম্মেলনে পেইচিং পৌর সরকার ঘোষনা করেছে যে , মেধাশক্তির দিক থেকে ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমস ও পেইচিং শহরের উন্নয়নে সমর্থন যোগানোর জন্যে পেইচিং ভিন্ন দেশের পাঁচজন ওলিম্পিক বিষয়ক উচ্চ অর্থনৈতিক উপদেষ্টাকে আমন্ত্রন জানিয়েছেন ।
এ পাঁচজন উপদেষ্টা হলেন , বেলজিয়ামের গিলবার্ট ভান কারকফ, ফ্রান্সের মাউরিস লৌভেট , চীন বংশোদ্ভূত মার্কিনী চার্লি সোং ও দেভিড হুয়াং এবং চীনের মূলভূভাগের ছিয়েন ইং । তারা ওলিম্পিক গেমসের স্টেডিয়ামের নির্মানে ব্যবহার্যবিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা,স্টেডিয়ামের ব্যবস্থাপনাএবং গেমসের পরবর্তীকালের বানিজ্য, ওলিম্পিক গেমসের পরিকল্পনা এবং শহরের উন্নয়ন প্রভৃতি নানান দিক থেকে পেইচিং পৌরসরাকারের জন্যে মতামত ও প্রস্তাব পেশ করবেন । পাঁচজন উপদেষ্টার প্রথম মেয়াদ ২০০৯ সালে শেষ হবে ।
|