চীনের নির্মান মন্ত্রনালয়ের পানি বিভাগের কর্মকর্তা ম্যাডাম ছাও ইয়েন-চিন ১৮ এপ্রিল পেইচিংয়ে সি-আর-আইকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন , পয়লা জুন সূচীতব্য " শহরের পানির গুনগতমানের নতুন মানদন্ড" ব্যাপক নাগরিকদের নিরাপদ পানীয় জল আর স্বাস্থ্যের জন্যে নতুন নিশ্চয়তাবিধান করবে ।
জানা গেছে , চীনের শহরাঞ্চলে ব্যবহার্য্য পানির বর্তমান মানদন্ড২০ বছর আগে প্রণীত । তা পানির গুনগতমান সম্পর্কে শহরবাসীদের চাহিদা মেটাতে পারছে না । তিনি বলেছেন , পুরানো মানদন্ডের তুলনায় নতুন মানদন্ডে পানির মান পরীক্ষায়অধিকতর বিষয় অন্তর্ভুক্তএবং পরিক্ষার কাজ আরও কড়াকড়ি হবে ।
ম্যাডাম ছাও বলেছেন , নতুন মানদন্ড অনুযায়ী বিভিন্ন স্থানীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও পানি শিল্পপ্রতিষ্ঠানকে পানির উত্স রক্ষা জোরদার করতে হবে , পানির দূষণ নিয়ন্ত্রন জোরদার করতে হবে এবং পানি সরবরাহ-জালের সংস্কার দ্রুততর করতে হবে , যাতে পানি সরবরাহ শিল্পক্ষেত্রের প্রযুক্তি আরোও উন্নত করা যায় ।
|