মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৭ এপ্রিল এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, গত ৭ এপ্রিল বিকেলে ক্যায়রোর পুরোনো অঞ্চলে সংঘটিত আত্মঘাতী বিস্ফোরণের জন্যে দায়ী-১৮ বছর বয়স্ক বিজ্ঞানের ছাত্র হাসান বাসান্দি একটি চার-সদস্যের চরমপন্থী সংস্থার সঙ্গে জড়িত ছিলো।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ পক্ষ ইতিমধ্যে এই সংস্থার তিনজন সদস্যকে গ্রেফতার করেছে, একজন এখনও পলাতক। তিনজনের মধ্যে আক্রাম ফাওজি হলো এই বিস্ফোরণের প্রধান প্ররোচক ও ব্যয়ভার বহনকারী। জিজ্ঞাসাবাদের সময়ে তিনি স্বীকার করেছেন যে, তিনি জেহাদী মনোভাব নিয়ে সংস্থার সদস্যদের সন্ত্রাসী তত্পরতা চালাতে উত্সাহ দিয়ে এসেছেন, যাতে শক্তিশালী দেশের ইরাক ও ফিলিস্তিনের ব্যাপারে হস্তক্ষেপ প্রতিরোধ করা যায়।
|