v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-18 15:16:22    
চীনের ইতিহাসের সামন্ততান্ত্রিক রাজশাসন (২)

cri
    থাং রাজবংশের শেষ পর্যায়ে মধ্য ও দক্ষিণ অঞ্চলে পাঁচ রাজবংশ ও দশ রাজ্যের খন্ডিত অবস্থা দেখা দেয় । ৯৬০ সালে জেনারেল চাও খুয়াং ইন সুং রাজবংশ প্রতিষ্ঠা করেন , সুং রাজবংশের রাজধানী ছিল খাইফোং । সুং রাজবংশ তিন শ' বছর স্থায়ী ছিল । সুং রাজবংশে যদিও ওয়াং আন সি সংস্কার অভিযান চালিয়েছেন তবুও জমি গ্রাম ও আমলাদের দুর্নীতির দুরুন সুং রাজবংশ থাং রাজবংশের মতো শক্তিশালী ছিল না । এই সময়পর্বে বিজ্ঞান ক্ষেত্রের সাফল্য হলো দিকনির্দেশক যন্ত্র , মুদ্রন কৌশল আর বারুদের আবিস্কার ও ব্যবস্থার , এর মধ্যে উত্তর সুং রাজবংশের পি সেন আবিস্কার ইউরোপের চেয়ে চার শ' বছর আগে মুদ্রন কৌশল করেছেন । সুং রাজবংশের বৈজ্ঞানিক সেন খো প্রাচীনকালের একটি বৈজ্ঞানিক রচনা লিখেছেন , এটির নাম হচ্ছে "মুনসি পিথান" ।

    সুং রাজবংশের শেষ দিকে চীনের উত্তরাংশের মঙ্গলিয় জাতি ক্রমেই শক্তিশালী হয় । ১২০৬ সালে মঙ্গলিয় জাতির প্রধান থিয়েমুচেন মঙ্গলিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেন । ১২৭১ সালে হুপিলিয়ে ইউয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং ১২৭৬ সালে সুং রাজবংশের পতন ঘাটিয়ে উত্তর দক্ষিণ চীনকে একীভুত করেন । ইউয়ান রাজবংশের রাজধানী ছিল তা তু , অর্থাত্ আজকের পেইচিং শহর । ইউয়ান রাজবংশের আসলের প্রথম রাজা কৃষিকে গুরুত্ব দেন , হলুদ নদী সংস্কার করেন ফরে কৃষি উত্পাদন ও বস্ত্রশিল্পের দ্রুত প্রসার হয় ।

    ইউয়ান রাজবংশের শেষ আমলে মঙ্গলিয় শাসকরা হান জাতির লোকদের উপর অত্যাচার করেন । ১৩৬৮ সালে কৃষক-বিদ্রোহের প্রধান চু ইউয়ান চাং ইউয়ান রাজবংশের শাসন উচ্ছেদ করে মিং রাজবংশ প্রতিষ্ঠা করেন । মিং রাজবংশের রাজধানী প্রথমে নানচিং আর পরে পেইচিংয়ে স্থানান্তরিত হয় । মিং রাজবংশের আমলে কৃষি ও হস্তশিল্প উন্নত ছিল , পন্য-অর্থনীতিরও দ্রুত প্রসার হয় । মিং রাজবংশের প্রথম দিকে চীনের নৌচলচল শিল্প পৃথিবীর শীর্ষস্থানে ছিল , বিখ্যাত নৌ-পরিব্রাজক চেন হো সাত বার নৌবহর নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া , ভারত , আরব-জগত্ ও পূর্ব-আফ্রিকা প্রদক্ষিণ করেন , তার সমুদ্র যাত্রা বিদেশের সঙ্গে মিং রাজবংশের আদান-প্রদান প্রসারে সহায়তা করেছে ।

    ১৬৬৯ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত সময় ছিল ছিং রাজবংশের আমল , ছিং রাজবংশের রাজধানী ছিল পেইচিং । অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নতির জন্য ছিং রাজকীয় সরকার অনেক ব্যবস্থা নিয়েছিল । ফলে কয়লা খনন , লোহা ঢালাই , লবন উত্পাদন , কাগজ তৈরী ইত্যাদি হস্ত-শিল্পের যথেষ্ট প্রসার হয় । ছিং রাজবংশের শেষ দিকে রাজকীয় সরকার রুদ্ধদ্বার নীতি কার্যকরী করে , ফলে ছিং রাজবংশ ক্রমেই দুর্বল হয়ে যায় । ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ছিং রাজবংশ পশ্চিমাদেশগুলোর আক্রমনের সম্মুখীন হয় , তারা ছিং রাজবংশের রাষ্ট্রীয় ভুভাগ গ্রাম করে আর সার্বভৌমত্ব পদদলিত করে । ১৯১২ সালের পয়লা জানুয়ারী চীনের গণতান্ত্রিক বিপ্লবের পথিকৃত্ সেন ইয়াত সেন নানচিংয়ে চীন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন । সেই বছরের ফেব্রুয়ারী মাসে ছিং রাজবংশের শেষ রাজা সুয়েন থুং পদত্যাগ করেন । ফলে ছিং রাজবংশের ঘটে এবং পতন চীনের দু হাজার বছর স্থায়ী সামন্ততান্ত্রিক রাজকীয় শাসনের অবসান ঘটে ।