১৭ তারিখে ক্যামেরোনের সংবাদ মাধ্যমে জানা গেছে, বিভিন্ন আফ্রিকানদেশ বিভিন্ন ব্যবস্থা নিয়ে মারবার্গ রোগ প্রতিরোধ করছে।
১৬ তারিখে জিমবাবুয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় আম্দানী ও রপ্তানি বন্দর এবং হাসপাতালের কাছে মারবার্গ রোগের ওয়ারনিং পাঠিয়েছে, তাতে এংগোলা প্রভৃতি অঞ্চল থেকে আসা ব্যক্তিদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এছাড়া, জামবিয়ার সরকার এংগোলার সঙ্গে সংলগ্ন জামবিয়ার তিনটি সীমান্ত প্রদেশের কাছে ওয়ারনিং , প্রয়োজনীয় চিকিত্সা সামগ্রী পাঠিয়েছে, এবং প্রবল প্রচার করছে।
কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো প্রজাতন্ত্র ও ক্যামেরোন প্রভৃতি দেশও ওয়ারনিং প্রকাশ করেছে এবং, দৃঢ়ভাবে মারবার্গ রোগ প্রতিরোধের সক্রীয় ব্যবস্থা নিয়েছে।
|