১৯ তারিখে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল কারিম খালীলী চীন সফর করবেন । চীন সফরের আগে, চীনের সংবাদদাতাদের স্বাক্ষাত্কার দেয়ার সময়ে তিনি আশা করেন, চীন আফগানিস্তানের সংগে সহযোগিতা সম্প্রসারণ করবে ।
খালীলী দু'দেশের সম্পর্কের উচ্চ মূল্যয়ন করেছেন এবং আফগানিস্তানের প্রতি চীনের সাহায্যের জন্যে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন, আফগানিস্তান চীনের সংগে সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয় এবং অর্থনীতির উন্নয়নে চীনের হিতকর অভিজ্ঞতা শিখতে আগ্রহী । আফগানিস্তানের শক্তি ও খনি সম্পদইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা ও উন্নয়নে চীনের অংশগ্রহণ দরকার , দু'পক্ষের সহযোগিতার ভবিষ্যত খুব ব্যাপক ।
চীনের ভাইস চেয়ারম্যান জেং ছিংহোংয়ের আমন্ত্রণে ১৯ তারিখে খালীলী চীনে আনুষ্ঠানিক সফর শুরু করবেন । চীন সফরকালে, তিনি হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য ২০০৫ সালের বোআও এশিয়া ফোরামে অংশগ্রহণ করবেন ।
|