৫৪তম প্যাসিফিক এশিয়া পর্যটন সমিতির বার্ষকী সম্মেলন ১৮ এপ্রিল ম্যাকাওয়ে উদ্বোধন হয়েছে। স্বাগতিক পক্ষ জানিয়েছে, ১ হাজার ১শোরও বেশী প্রতিনিধি এবারের সম্মেলন অংশগ্রহণ করছেন এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে মত বিনিময় করছেন।
জানা গেছে, ী নানা দেশ আর অঞ্চল থেকে আসা পর্যটন মহলের নেতা অথবা বিশেষজ্ঞএবারের সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, জাপান, অস্ট্রেলিয়া এবং চীনের মূল ভূভাগের মন্ত্রী পর্যায়ের কর্মকর্তারাও আমন্ত্রণে এবারের সম্মেলনে অংশগ্রহণ করেন।
৫০জন বিখ্যাত পর্যটন শিল্পের পণ্ডিতের ভাষণ দেয়ার আয়োজন করা হয়েছে এ সম্মেলনে। তাঁরা পর্যটন শিল্প মহলের অংশগ্রহণকারীর সঙ্গে পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন এবং তাঁদের মতামত এবং মূল্যাবান অভিজ্ঞতা বিনিময় করবেন।
|