১৭ এপ্রিল নয়া দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সফররত পাকিস্তান প্রেসিডেন্ট পারভেজ মুশারাফের সঙ্গে বৈঠক করেছেন । দুপক্ষ আর্থ-বানিজ্যিক আর পরিবহন ক্ষেত্রের আদানপ্রদান আরও জোরদার করতে রাজী হয়েছে ।
বৈঠকে দুই নেতা ভারত আর পাকিস্তানের শান্তি-প্রক্রিয়ার নানান বিষয়ে বিস্তারিত আলোচনাকরেছেন । আর্থ-বানিজ্যিক আদানপ্রদান জোরদার করার জন্য যৌথ বানিজ্য কমিটি গঠন করতে , ভারত আর পাকিস্তান নিয়ন্ত্রীতকাশ্মিরের মধ্যে বাস-চলাচল বৃদ্ধি করতে , কাশ্মিরের মূল সীমারেখা অতিক্রম করার ট্রাক-পরিবহন চালু করতে এবং ভারতের রাজস্তান থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ পর্যন্ত রেল-পরিবহন চালু করতে দুপক্ষ রাজী হয়েছে ।
দুপক্ষ যৌথ কমিটি গঠন করে সিয়াচেন হিমবাহ সমস্যা সমাধান করতে এবং বিবাদী বাগলিহার বাঁধ সমস্যা সমাধানে সাহায্য করতে তৃতীয় পক্ষের বিশেষজ্ঞকে আমন্ত্রন জানাতেও রাজী হয়েছে ।
|