সম্প্রতি২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের উচ্চ অর্থনৈতিক উপদেষ্টাহিসেবে বেলজিয়াম, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাঁচজন বিশেষজ্ঞকে আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
জানা গেছে , এ পাঁচজন বিশেষজ্ঞঅন্যান্য ওলিম্পিক গেমসের স্বাগতিকশহরের অর্থনীতির গবেষনা ও পরিকল্পনার কাজে অংশ নিয়েছিলেন , তারা ওলিম্পিক গেমস আর শহর অর্থনীতির উন্নয়ন সম্পর্কে বিস্তারিতভাবে গবেষনা চালিয়েছিলেন । পেইচিং শহরের আমন্ত্রন গ্রহনের পর তারা নানান দিক থেকে কিভাবে ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেমসের সুযোগ ব্যবহার করে পেইচিংয়ের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করবে তার জন্যে নিজের মতামত বা প্রস্তাব পেশ করবেন এবং পেইচিং ওলিম্পিক গেমসের অর্থনৈতিকউন্নয়নের নীতি প্রনয়নে অংশ নেবেন ।
উল্লেখ করা যেতে পারে যে , গত বছরের সেপ্টেম্বর মাসে পেইচিং প্রকাশ্যে ওলিম্পিক গেমসের অর্থনৈতিক উপদেষ্টা আনার কাজ শুরু করেছে । পরপর ৯টি দেশের ৭০জন বিশেষজ্ঞএ কাজ পাওয়ার জন্যে নাম দিয়েছেন ।
|