ইরানের পারমানবিক সমস্যার উচ্চ পর্যায়ের প্রতিনিধি সিরোস্ নাসেরি ১৬ এপ্রিল ইরানের সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমানবিক সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়েছে, কিন্তু ইরান মনে করে বর্তমানে ইরান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আয়োজিত ইরানের পারমানবিক সমস্যা সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার দরকার নেই।
তিনি বলেছেন, বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ এবং অপেক্ষাকৃত ইতিবাচক মনোভাব দেখলেও তার অধিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের দিকে যাচ্ছে। তিনি বলেছেন, এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র মধ্য-প্রাচ্য অঞ্চলের অবস্থা অনুধাবন করেছে এবং এই অঞ্চলের পরিস্থিতির উপর ইরানের বিরাট প্রভাব রয়েছে।
সব সময় যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমানবিক অস্ত্র গবেষণা ও তৈরি করছে এবং অনেক বার বলেছে ইরানের পারমানবিক সমস্যা জাতি সংঘের মাধ্যমে আলোচনা করতে। কিন্তু এবছর ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন হয়েছে। ১৪ এপ্রিল মার্কিন পররাষ্ট্রসচিব রাইস আবার জোর দিয়ে বলেছেন, ফ্রান্স, জার্মানী ও বৃটেন তিনটি দেশ ইরানের পারমানবিক সমস্যার উপর যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তা সমর্থন করে।
|