১৬ এপ্রিল জাতিসংঘ মহা সচিব কোফি আন্নান ওয়াশিংটনে শিল্পোন্নত দেশ আর উন্নয়নমুখী দেশের উদ্দেশ্যে দারিদ্র্য বিমোচনের আহবান জানিয়েছেন ।
বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক তহবিল সংস্থার এক সম্মেলনে তিনি বলেছেন , শিল্পোন্নত দেশগুলকে আরও বেশী পূঁজি বিনিয়োগ করতে হবে যাতে সাহায্যপ্রাপ্ত দেশগুলোর উন্নয়ন জাতিসংঘের নির্ধারিত যারযার জাতীয় উত্পাদন মূল্যের ০.৭ শতাংশে দাড়ানোর লক্ষ্যবাস্তবায়িত হয় । শিল্পোন্নত দেশগুলোর উচিত বিশ্ব বানিজ্য সংস্থার সংশ্লিষ্ট বৈঠকের সাফল্যের জন্যে আরও বেশী দায়িত্ব বহন করা ।
আন্নান বলেছেন , উন্নয়নমুখী দেশগুলোর উচিত নিজ নিজ ব্যবস্থাপনার মান উন্নত করা এবং দরিদ্র অবস্থারউন্নয়নকরার নিশ্চয়তাবিধানের জন্যে উপযুক্তভাবে সাহায্য ব্যবহার করা ।
২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সহস্রাব্দীর শীর্ষ সম্মেলনে গৃহিত সহস্রাব্দী ঘোষনায় সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্য নির্ধারিত হয়েছে যে , পরবর্তী ১৫ বছরের মধ্যে বিশ্বের অতি গরিব মানুষের সংখ্যা এবং অসহায় লোকের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনা, এইডস রোগের বিস্তার রোধ করা , এবং টেকসই উন্নয়ন ও গোটা বিশ্বের সহযোগিতার মাধ্যমে উন্নয়ন তরান্বিত করা ।
|