১৭ এপ্রিল ইস্রাইলের মন্ত্রীসভা ৯জন জর্ডানী বন্দীকে ছেড়ে দিতে সম্মত হয়েছে ।
ইস্রাইল সরকারের একজন কর্মকর্তা বলেছেন , এ ৯জন জর্ডানী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ।
জানা গেছে , ইস্রাইলের জেলে মোট ২১জন জর্ডানী আটক আছেন । এই সব জর্ডানীর মুক্তির জন্যে জর্ডান সরকার ইস্রাইলপক্ষের সংগে যোগাযোগ করছে ।
২০০৪ সালের শেষ দিক থেকে ইস্রাইল আর জর্ডানেরসম্পর্ক ধাপেধাপে উন্নত হয়েছে । চলতি বছরের ফেব্রুযারী মাসে জর্ডান আবার ইস্রাইলে তাদের রাষ্ট্রদূতপাঠিয়েছে । এভাবে দুপক্ষের চার বছরের চ্ছিন্ন হওয়া রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্কপুনরুদ্ধার হয়েছে । জর্ডানের এই ইতিবাচক আচরনে ইস্রাইল সরকার জর্ডানের কিছু বন্দীকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
|