কোটেডিভার সরকারী বাহিনী এবং সাবেক সরকারবিরোধী সশস্ত্র শক্তি , বর্তমান "দি নিউ ফোর্সেস" ১৬ এপ্রিল দেশের অভ্যন্তরের উত্তেজিত পরিস্থিতি প্রশমিত করতে একমত হয়েছে ।
কোটেডিভার সরকারী বাহিনী এবং "দি নিউ ফোর্সেস"-এর নেতারা ঐ দিন কোটেডিভার মধ্যাংশের বৌয়াক শহরে বৈঠক করেছেন । বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দু'পক্ষ চলতি মাসের ২১ তারিখ থেকে মধ্যাংশের সামরিক প্রশমন এলাকার দু'পাশ থেকে ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।
বিবৃতিতে আরও বলা হয়েছে , আগামী মাসের প্রথমদিকে কোটেডিভা সরকারের উত্থাপিত বিভিন্ন সশস্ত্র সংগঠনের নিরস্ত্রীকরণের সময়সূচী নিয়ে আরও আলাপ-আলোচনা চালানো হবে । এই সময়সূচী অনুযায়ী কোটেডিভার বিভিন্ন সশস্ত্র শক্তির নিরস্ত্রীকরণের কাজ মে মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ।
|