বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অ্যাঙ্গোলার স্বাস্থ্য মন্ত্রণালয় ১৭ এপ্রিল ঘোষণা করেছে , ১৬ এপ্রিল পর্যন্ত অ্যাঙ্গোলায় ২৫৫জন মার্বার্গ রোগে আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ২৩৩জন মারা গেছে ।
গত বছরের অক্টোবর মাসে অ্যাঙ্গোলার উত্তরাঞ্চলের উইগ প্রদেশে মার্বার্গ রোগের প্রকোপ দেখা দেয় । অ্যাঙ্গোলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাঙ্গোলার অন্যান্য অঞ্চলের রোগীদের সংক্রামক উত্সও আসে উইগ প্রদেশ থেকে ।
এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা , রাষ্ট্রীয় সীমানা বিহীন চিকিত্সক মহল আর এ্যাটল্যান্টা রোগ নিবারণ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ৪০জন চিকিত্সাবিদ এবং অ্যাঙ্গোলার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর চিকিত্সা দলের চিকিত্সাকর্মীরা উইগ প্রদেশে সমবেত হয়ে যৌথভাবে মার্বার্গ রোগ প্রতিরোধ করছেন ।
|