পিপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে, চীন সরকার চীনের একমাত্র প্রাচীন মেরুদন্ডীপ্রাণীর জীবাশ্ম যাদুঘরের ব্যপক সম্প্রসারণের জন্য ৩ কোটি ইউয়ান পুঁজি বিনিয়োগ করেছে।
১৭ এপ্রিল প্রকাশিত পিপলস ডেইলি পত্রিকার মাধ্যমে জানা গেছে, এই যাদুঘর চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কেন সু প্রদেশে অবস্থিত। যার পুরো নাম কেন সু প্রদেশের হ চেং প্রাচীন প্রাণীর জীবাশ্ম যাদুঘর। সম্প্রসারণের পর এই যাদুঘরের আয়তন দিগুন হবে। ব্যাপকতা এবং প্রাচীন জীবাশ্মের ধরন ও শ্রেণীতে এই যাদুঘর বিশ্বের সবচেয়ে প্রভাব-সম্পন্ন একটি প্রাচীন প্রাণীর জীবাশ্ম যাদুঘর হবে বলে আশা করা হচ্ছে।
|