দক্ষিণ আফ্রিকার প্রেসিডেণ্ট থাবো মবেকি ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কেপ টাউনে বলেছেন, নিরাপত্তা পরিষদে দু'টি স্থায়ী আফ্রিকান সদস্যদেশ থাকা উচিত, যাতে বিশ্ব ব্যাপারাদিতে আফ্রিকা আরো ভূমিকা পালন করতে পারে।
একই দিন দক্ষিণ আফ্রিকার জাতীয় সংসদের সম্মেলনে জাতিসংঘের সংষ্কার সমস্যা প্রসঙ্গে মবেকি বলেছেন, নিরাপত্তা পরিষদে দু'টি স্থায়ী আফ্রিকান সদস্যদেশ থাকা উচিত এবং দীর্ঘস্থায়ী ভেটোর অধিকার থাকা উচিত। এটা জাতিসংঘের দারিদ্র বিমোচন কর্মসূচীর জন্য খুব গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের নানা সদস্য দেশের নেতারা সামনে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতিসংঘের সংষ্কার নিয়ে আলোচনা করবেন।
|