v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-15 14:24:26    
অবিসংবাদিত  ইয়াও   মিং 

cri

    চীনের সবচেয়ে খ্যাতিমান বাস্কেটবল তারকার কথা উঠলেই যার নাম সবার আগে মনে পড়ে তিনি হলেন ইয়াও মিং। এশিয়ার পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় শীরোপা অর্জনের সাধ্যমে তিনি বিশ্বের বাস্কেটবল জগতের ছষ্টি আকর্ষণ করেন।

    ইয়াও মিং ১৯৯৭ সালে জাতীয় দলে যোগদান করেন।১৯৯৮ সালে তিনি চীনের বাস্কেটবল তারকা দলের অন্যতম খেলোয়াড়ে পরিণত হয়েছেন।১৯৯৯ সালে তিনি চীনের বাস্কেটবলের দক্ষিণাঞ্চলের তারকা দলে প্রবেশ করেছেন।২০০০ সালের ফেব্রুয়ারীতে তিনি এশিয়ার তারকা দলের খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ২০০২ সালে তিনি এন বি এতে যোগ দিয়েছেন।২০০৩ ও ২০০৪ সালে তিনি মার্কিন এন বি এ তারকা দলে প্রবেশ করেছেন।

    চীন দেশের এবং জাতীয় দলে ইয়াও মিংয়ের অবস্থানঃ

    ১৯৯৭ সালে ইয়াও মিং এশিয়া যুব-যুবক পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন।

    ১৯৯৮ সালে তিনি চীনের বাস্কেটবল তারকা দলের খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

    ১৯৯৯ সালে তিনি এশিয়া পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের স্বর্ণপদক অর্জন করেছেন।

    ১৯৯৯ সালের মে মাসে ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চীনের বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের খেলায় সবচেয়ে উন্নত খেলোয়াড় পদক অর্জন করেছেন।

    ১৯৯৯ সালে তিনি চীনের বাস্কেটবলের দক্ষিণাঞ্চল তারকা দলে প্রবেশ করেছেন।

    ২০০০ সালের মার্চ মাসে তিনি ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় পুরুষ বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের খেলায় রিবাউন্ড ,ডাংক এবং ব্লক এ শট তিনটি একক ইভেন্টের পদক অর্জন করেছেন।মার্চ মাসে তিনি চীনের পুরুষ বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের তারকা দলে প্রবেশ করেছেন।

    ২০০০ সালে তিনি চীনের পুরুষ বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের খেলায় রানার্স-আপ অর্জন করেছেন।

    ২০০০ সালে তিনি চীনের পুরুষ বাস্কেটবল আন্তঃশহর গেমসে প্রথম হয়েছেন।

    ২০০০ সালের ফেব্রুয়ারীতে তিনি ১৯৯৯ সালের এশিয়া তারকা দলে প্রবেশ করেছেন এবং ২০০০ সালের ইএসপিএন বিশ্বের সুপ্ত শক্তি সম্পন্ন খেলোয়াড়ের পদক অর্জন করেছেন।

    ২০০১ সালে তিনি জাতীয় গেমসে পুরুষ বাস্কেটবলে শীরোপা অর্জন করেছেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গেমসে পুরুষ বাস্কেটবল প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন।জাতীয় পুরুষ বাস্কেটবলে প্রথম রাউন্ডের লীগের খেলায় রানার্স-আপ অর্জন করেছেন।

    ২০০২ সালে ইয়াও মিং এশিয়া গেমসে পুরুষ বাস্কেটবল প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছেন।বিশ্বের পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় দ্বাদশ হয়েছেন।বিশ্বের পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দলে প্রবেশ করেছেন।তিনি চীনের পুরুষ বাস্কেটবল প্রথম রাউন্ডের লীগের খেলায় শীরোপা অর্জন করেছেন।

    এন বি এ-এর অবস্থানঃ

    ২০০৪ সালে প্রথম এন বি এ-এর প্লেঅফ্স খেলায় অংশ নিয়েছেন।২০০৩-০৪ সালের প্রতিযোগিতায় শট-এর সফলতার হারে সপ্তম হয়েছেন।গড়পরতা প্রতিযোগিতায় রিবাউন্ডে পঞ্চদশ হয়েছেন এবং ব্লক এ-শট ত্রয়োদশ হয়েছেন।

    ২০০৪ সালের ২৩শে ফেব্রুয়ারী রকেটস দল হক্স দলকে পরাজিত করে। এই প্রতিযোগিতায় ইয়াও মিং ৪১ পয়েন্ট,১৬টি রিবাউন্ড আর ৭বার আসিস্ট অর্জন করেছেন। এটা তিনি এন বি এ প্রতিযোগিতার একক দফায় তাঁর সর্বোচ্চ পয়েন্ট।

    ২০০৩ সালের ৭ই ডিসেম্বর পিস্টোন দলের সংগে খেলায় তিনি ২২ পয়েন্ট এবং ২০টি রিবাউন্ড অর্জন করেছেন।এটি তাঁর এন বি এ-এর প্রতিযোগিতায় প্রথম দুটি ২০ পয়েন্ট অর্জন।

    ২০০২ সালের ১৭ ডিসেম্বর হিট দলের সংগে খেলার সময়ে মোট পাঁচবার ব্লক এ-শট এবং ৮টি রিবাউন্ড অর্জন করেছেন।এটা তাঁর এন বি এ-এর প্রতিযোগিতার দুটি উচু সাফল্য।

    ২০০২ সালের ২৮ নভেম্বর ম্যাভেরিক্সদলের সংগে খেলার সময় তিনি প্রথম একক দফার প্রতিযোগিতায় ৩০ পয়েন্ট অর্জন করেছেন।

    ২০০২ সালের ১৮ই নভেম্বর প্রথমবার লেকার দলের সংগে খেলার সময় নয় শট ১০০% সফল হয়েছেন এবং ২০ পয়েন্ট অর্জন করেছেন।

    ২০০২ সালে ইয়াও মিং এন বি এ-এর পিক নম্বর ওয়ান পরিণত হয়েছেন।