আজকের অনুষ্ঠানে আমি ছাই ছিন নামক একজন গায়িকা এবং তাঁর গান আপনাদের সংগে পরিচিত করতে চাই।
চীনা সংগীত মঞ্চে চীনের তাইওয়ানের গায়িকা ছাই ছিন মঞ্চের সবুজ গাছের মতো।গত শতাব্দির সত্তোরের দশকে তিনি তোমার মিষ্টি লাবন্যের মতো নামক একটি গান নিয়ে বিখ্যাত হন। এর পর থেকে তিনি আপন বিশেষ কন্ঠস্বর এবং স্বরুচিপুর্ণ স্টাইল নিয়ে বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতাদের সমাদর পেয়েছেন। ( তোমার মিষ্টি লাবন্যের মতো) নামে এই গান হচ্ছে তাঁর সংগীত মঞ্চে প্রবেশ করার পর প্রথম গান। এই গানে তিনি প্রেমের রোম্যানস এবং বিষাদ বর্ণনা করেছে।গানের কথা হলো:
কোন বছরে, কোন মাসে কোন দিনে,তোমাকে বিদায় জানিয়েছি মনে নেই।
তবে বছরের পর বছর আমি তোমার কথা মনে রেখেছি।
আরেকবার আমি সমুদ্রের তরঙ্গ দেখেছি,
সেটা তোমার হাতের মতো কমনীয়।
আচ্ছা,বন্ধুরা,এখন আমরা ( তোমার মিষ্টি লাবন্যের মতো) নামক গানটি শুনবো।
১৯৯৭ সালে , বাইশ বছর বয়সী ছাই ছিন তাইওয়ানের লোকগীতির ছন্দ-শৈলী নামে একটি প্রতিযোগিতায় অংশ নেন।তার পর তিনি সংগীত মঞ্চে প্রবেশ করেন। বিশ বছরের মধ্যে তিনি প্রায় ৪০ টি সিডি-সংকলন প্রকাশ করেছেন।তিনি বহুবার বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।বলা যায়,যেখানেই চীনা মানুষ আছে,সেখানেই ছাই ছিনের ভক্ত আছেন। অনেক ভক্ত ছাই ছিনের কন্ঠ শুনতে শুনতে বড় হয়েছেন।
পরে আমরা একসংগে ছাই ছিনের আরেকটি গান উপভোগ করবো। এই গান একটি দেশপ্রেমের কবিতা অনুযায়ী রচনা করা হয়েছে।
এই সময়ে ছাই ছিন চীনের ঐতিহ্যবাহী সংগীতকে নিজের স্টাইলের সংগে মিশ্রিত করেন।
এখন আমি ১৯৮১ সালে প্রকাশিত ( তোমার চোখের আলো) নামক একটি গান শোনাবো। গানের কথা হলো:
একটি ছোট্ট বৃষ্টি-দানার মতো আমার মনে পড়েছে,
যদিও তুমি কিছুই বলো নি, তবে আমি চিরদিন মনে রাখবো।
তোমার চোখের আলো, সুন্দর আর উজ্জ্বল।
আচ্ছা,বন্ধুরা,এখন গান শুনবো।
২০০৪ সালে ছাই ছিন নিজের গানের বিয়াল্লিশতম সিডি প্রকাশ করেছেন।তিনি দুশধাতিক চীন লোকগীতি থেকে ১৩ টি গান বাছাই করে আপন স্টাইলে আবার গেয়েছেন।
তাঁর গান শুনে শ্রতাদের মনে স্বতন্ত অনুভুতি উদ্রেক হয়েছে।
এখন আমরা সিডির প্রতিনিধিত্বকারী চাঁদের আলো নামক একটি গান শুনবো।
গান গাওয়া ছাড়াও , ছাই ছিন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অনেক প্রবন্ধও লিখেছেন। পেশাগত উন্নয়নের প্রয়াস তিনি এক মিনিটও বন্ধ করেন নি। তিনি আরো চমত্কার গায়কী শৈলী অর্জনের জন্যে অব্যাহতভাবে লেখা-পড়া করছেন।
অবশেষে আমরা একসংগে ছাই ছিনের ( শেষের রাত ) নামক একটি গান উপভোগ করবো। এই গান হচ্ছে চলচ্চিত্রের গান ।এই গান চলচ্চিত্রের প্রধান ভূমিকার দুঃখী জীবন বর্ণনা করেছে।
|