দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বান কি-মুন ১৪ তারিখে এম বি সিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, জাপানের উচিত দক্ষিণ কোরিয়া- জাপান সম্পর্কের সমস্যা সমাধানের জন্যে মৌলিক ব্যবস্থা নেয়া ।
তিনি বলেছেন , দুদেশের মধ্যে সম্প্রতি দেখা দেয়া দ্বন্দ্ব-বিরোধের মূলে রয়েছে জাপান সরকারের ইতিহাস-বিকৃতির পাঠ্যপুস্তক অনুমোদন এবং দোক্দো দ্বীপ সমস্যায় তার আচরণ ।জাপানের উচিত কিশোরকিশোরি আর যুবকযুবতীদের সঠিক ইতিহাসের জ্ঞানে শিক্ষিত করা ।
|