v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-14 19:05:44    
থুং জাতির সংগীত্

cri

    থুং জাতির লোক সংগীত্ এই জাতির জীবনযাপনের একটি অপরিহার্য অংশ বলে মনে করা হতো। তাদের সৌন্দর্যময় গানের সুরের মাধ্যমে থুং জাতির সংস্কৃতি ও আচার ব্যবহার বংপরস্পরায় বিস্তার লাভ করেছে। সম্প্রতি সংবাদদাতা থুং জাতির জন্মস্থন নামে পরিচিত দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের লি পিন জেলায় গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন।

   

লি পিন জেলার ইয়েন তুঙছূর গ্রামে সংবাদদাতা কয়েকজন থুং জাতির বৃদ্ধের সঙ্গে দেখা করেছেন। তখন তাঁরা বাষ্চাদের থুং জাতির গান শেথাচ্ছিলেন। একষটি বছর রয়স্ক বৃশ্চ উই ছিং সংবাদদাতাকে জানিয়েছেন, তারা ছাত্রাছাত্রীদের কলাস নিচ্ছিলেন।

    থুং জাতির ঐতিহ্য অনুসারে উ সাহেবের মতো অন্যদের গান গাইতে শেখান, তাদেরকে শিক্ষক বলে মনে করা হয়। তিনি বলেছেন, ইয়েন তুঙছুন গ্রামে থুং জাতির লোক সংগীত গাওয়ার ঐতিহ্য প্রচলিত আছে। থুং জাতি সীমান্ত এলাকায় থাকে বলে দীর্ঘকাল ধরে বাইরের লোকরা এই জাতির লোক সংগীত সম্পর্কে খুব কম জানতেন। গত শতাব্দির পঞ্চাশের দশকেই থুং জাতির লোক সংগীত আবিস্কৃত হয়েছে। থুং জাতির লোক সংগীত পরিবেশ করার জন্য তাঁর বোন পূর্ব ইউরোপের কতকগুলো দেশে গিয়েছিলেন। তার থুং জাতির গান পরিবেশনায় বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। তার বড় বোন থুং জাতির এমন প্রথম ব্যক্তিতে পরিনত হয়েছেন, যিনি বিদেশ গিয়ে থুং জাতির লোক সংগীত পরিবেশন করতে গিয়েছিলেন। তার পর থুং জাতির লোক সংগীত শেখার জন্য অন্যান্য গ্রামের লোকেরাও ইয়েন তুঙছুন গ্রামে আসেন।

  

  থুং জাতির অঞ্চলে থুং জাতির লোক-সংগীতের বিকাশ যাতে বন্ধনা হয়, সেজন্য কয়েক বছর আগেই উইন ছিং বাষ্চাদের বিনামূল্যে গান শেখানো শুরু করেছেন। কয়েক বছর ধরে প্রচেষ্টা চালাবার কল্যান গ্রামের বাষ্চারা থুং জাতির গান পাইতে পন্ছদ রাতে শুরু করেছে।

    থুং জাতির লোক সংগীতের বিকাশ বন্ধ হবার যে বিপদ দেখা দিচ্ছে, তার একটি কারণ এই যে সংগীতের সুর রচনা আর গান গাওয়ার কৌশল শিক্ষকের শেখানোর মৌখিক পদ্ধতির উপর নির্ভর করতো, লিখিতভাবে নয়। প্রবীণ শিক্ষকদের বয়স সওরেরও বেশি।

    এই অবস্থার পরিবর্তন করার জন্য ইয়েন তুঙছুন গ্রামের প্রাথমিক স্কুলে থুং জাতির লোক সংগীত শেখানোর ব্যবস্থ করা হয়। উ সিয়েন মে এই স্কুলের একজন শিক্ষিকা। তিনি বলেছেন, বর্তমানে থুং জাতির লোক সংগীত শেখানো আর প্রবর্তনের জন্য মৌখিক কাজের পরিবর্তে লিখিত পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে।

    এবছরের আগষ্ট মাসে ইয়েন তুঙছুন গ্রামকে আন উষ্ঠানিকভাবে থুং জাতির লোক সংগীতের সংরক্ষণ ঘাঁটি হিসেবে ধার্য করা হবে এবং এই ঘাঁটির নির্মানকাজের জন্য কয়েক লক্ষ ইউয়ান রেনমিনবি অর্থ বরাদ্দ করা হবে।

    থুং জাতির লোক সংগীত প্রেমী অন্পবয়সীরা যাতে নিয়মিত প্রশিক্ষণ পায়, তাদের জন্য জেলার একটি বিদ্যালয়ে থুং সংগীত শেখার দুটো প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। উ চাও চাও প্রশিক্ষণ কোর্সের একজন শিক্ষার্থী। তার বয়স ১৫। সে প্রশিক্ষণ কোর্সে থুং জাতির লোক সংগীত শিখেছে দু'বছর হল। সে বলেছে, এখানে থুং জাতির নাচ গান শেখার শর্ত খুবই ভাল। আমি এখানে অনেক শিখেছি। থুং জাতির লোক সংগীত সম্প্রসারিত করার জন্য আমি প্রচেষ্টা চালাবো।

    দেশ-বিদেশের আরো বেশি লোক থুং জাতির লোক সংগীত উপভোগ করতে পারেন, সে জন্য লি পিন জেলার গণ সরকার তাকে বিশ্বের সাংস্কৃতিক সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানাচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ আপততঃ সুসম্পন্ন হয়েছে।

    সাক্ষাত্কারের উপসংহারে ইয়ের তুঙছুন গ্রামে থুং জাতির একটি লোক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। প্রতিযোগিতায় বিজয়ীরা গ্রামের পক্ষ থেকে জেলার থুং জাতির লোক সংগীত প্রতিযোগিতায় যোগ দেবেন।

    প্রতিযোগিতা দু'ঘন্টা বেশি সময় স্থায়ী ছিল। দর্শকরা গানের সুন্দর ছন্দে ভুবে যাচ্ছিলেন। সংবাদদাতা নিবিড়ভাবে অনুভব করেছেন, থং জাতির লোক সংগীত ধীরে ধীরে থুং জাতির জীবনযাত্রায় ফিরে আসছে।