১৩ তারিখে কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাই ও সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামস্ফেলদের যুক্ত সংবাদ সম্মেলনে কার্জাই যুক্তরাষ্ট্রের প্রতি আফগাস্তানকে দীর্ঘকালীন নিরাপত্তার নিশ্চিয়তা দেয়ার আহ্বান জানিয়েছেন ।
কার্জাই বলেছেন , আফগানিস্তান আশা করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্ক বজায় রাখবে । তিনি যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তাকে দীর্ঘকালীন নিরাপত্তার নিশ্চিয়তা দেয়ার দাবি জানিয়েছেন । তিনি বলেছেন , তিনি সরকারের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বুশের কাছে আনুষ্ঠানিকভাবে এই দাবি জানাবেন । কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করতে দেয়া হবে কিনা এই প্রশ্নের উত্তর তিনি দেন নি ।
জানা গেছে , মার্কিন হোয়েটহাওসের মুখপাত্র মেকলেল্লান সেদিন কার্জাই-এর দাবি সম্বন্ধে মন্তব্য করতে অস্বীকার করেছেন ।
|