ছিং হাই প্রদেশের হোয়াং নান তিব্বতী জাতির স্বায়ত্তশাসিত বিভাগের থং রেন জেলার পাও আন টাউনের তুং ছেং ওয়াই গ্রামের অধিবাসী আন হোং ইউ জেলার স্বাস্থ্য ব্যুরো থেকে ৫ হাজার ইউয়ানের চিকিত্সা সহায়তার অর্থ পেয়েছেন। এই অর্থ পেয়ে বছরাধিক বয়স্ক আন হোং ইউ উচ্ছ্বাসভাবে বলেছেন, "কী যে ভালো! কমিউনিস্ট পার্টির নীতির জন্যে কৃতজ্ঞতা জানাই"।
দু'হাজার তিন সালে আন হোং ইউ'র স্ত্রীর পায়ের হাড় ভেঙেছে । ক্লিনিকে চিকিত্সা ও অপারেশন নিতে প্রায় ত্রিশ হাজার ইউয়ান অর্থ খরচ হয়েছে । চিকিত্সা-জনিত গুরুতর বোঝার জন্য গোটা পরিবারের আর্থিক কাঠামো প্রায় অচল হয়ে পড়ে । আন হোং ইউ নিজের পরিবহনে ব্যবহৃত কৃষি গাড়ী বিক্রি করতে বাধ্য হন । নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার ফলে তার পরিবারের অবস্থা অনুসারে তিনি নিয়ম অনুসারে শুধু চিকিত্সা ব্যয়ের দুই হাজার সাতশো উনিশ ইউয়ানই ফেরত্ পান নি , বরং জেলার নতুন সমবায় চিকিত্সা তহবিলের এক লক্ষ চল্লিশ হাজার ইউয়ানের ঝুঁকি মোকাবেলা তহবিল থেকে পাঁচ হাজার ইউয়ানের বড় ব্যাধির চিকিত্সার সবোর্চ্চ সহায়তা অর্থও পেয়েছেন । আন হোং ইউ'র কৃতজ্ঞতার অন্তই রইলো না ।
আন হোং ইউ শুধু নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থার ব্যাপক সুবিধাভোগী সাধারণ কৃষক ও পশুপালকদের মধ্যে একজন।থং রেন জেলার স্বাস্থ্য ব্যুরোর প্রধান জুও কো চিয়া বলেছেন, দুই হাজার তিন সালে থং রেন জেলায় সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর, মোট ঊনপঞ্চাশ হাজার চারশো একষট্টি জন কৃষক ও পশুপালক এই নতুন সমবায় চিবিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন, তা সারা জেলার অধিবাসীদের মধ্যে চুরাশি দশমিক নয় শতাংশ দখল করেছে। কৃষক ও পশুপালকদের নিজেদের সংগৃহীত সংগ্রান্ত ত্রাণের অর্থ কেন্দ্রীয় , প্রাদেশিক ও জেলা ইত্যাদি পর্যায়ে মোট পনেরো দশমিক চার লক্ষ রেনমিনপি। গত নভেম্বর পর্যন্ত আট দশমিক ছয় লক্ষ ইউয়ানের চিকিত্সা খরচের হিসাব চুকানো হয়েছে। এক হাজারেরও বেশি কৃষক ও পশুপালক বিভিন্ন হারের গুরুতর রোগের চিকিত্সার হিসাব চুকানোর ব্যবস্থার মধুর ফল পেয়েছে এবং অন্য ১৭ জন মাথাপিছু চিকিত্সার খরচ বিশ হাজার ইউয়ানের বেশি ঝুঁকি মোকাবেলা তহবিলের সর্বোচ্চ অর্থ পেয়েছেন। তা বার্ষিক গড়পড়তা আয় দুই হাজার রেনমিনপি'র নিচের থং রেন জেলার কৃষক ও পশুপালকদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সময়োচিত।
থং রেন জেলার তং কান মু গ্রামের অধিবাসী সিয়া মাও থাই রিউমেটিক হৃদ- রোগে ভুগেছেন,দারিদ্র্যের কারণে চিকিত্সা করতে পারে নি। দু'হাজার তিন সালে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার পর, তিনি জেলার হাসপাতালে অপারেশন করেছেন, সত্তর হাজার ইউয়ানের বেশি খরচ হয়েছে। থং রেন জেলার সমবায় চিকিত্সা কার্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি পাঁচ হাজার ইউয়ানের চিকিত্সা খরচ চুকানোর পর আরো পাঁচ হাজার ইউয়ানের ঝুঁকি মোকাবেলা তহবিল পেয়েছেন। সিয়া মাও থাইর স্বামী সংবাদদাতাকে বলেছেন, তিনি যখনও কেউর সংগে দেখা হলেই সঙ্গে সঙ্গে সমবায় চিকিত্সা ব্যবস্থার গুনের কথা তুলে ধরেন। তাঁর এই উদাহরণ অন্যদের এই ব্যবস্থা অংশ নিতে উদ্বুদ্ধ করেছে।
দু'হাজার চার সালে থং রেন জেলার গণ-প্রশাসনিক ব্যুরো সারা জেলার পাঁচটি মৌলিক চাহিদা-পূরণের অক্ষর্ম পরিবার ও চরম দরিদ্র্য পরিবারের মোট পাঁচ হাজার একশো ছিয়াত্তর জন সদস্যকে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার খরচ দিয়েছে। তংকানমু গ্রামের চরম দরিদ্র্য ওয়ান তাইর পরিবারে পাঁচ জন সদস্য আছে, শুধু তিনিই উপার্জনকারী সদস্য বার্ষিক আয় শুধু চারশো ইউয়ান। দুই হাজার তিন সালে তিনি ঋণ করে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন। এই বছরে তিনি গ্রামের কেডারের হাত থেকে দুই হাজার পাঁচ সালের চিকিত্সা সার্টিফিকেট পেয়েছেন, তিনি সানন্দে বলেছেন, "সরকার আমার জন্য পঞ্চাশ টাকার ঋণ মুক্ত করেছে, আমরা রোগের চিকিত্সা করতে পারি।"
দু'হাজার তিন সালের শেষ দিকে, ছিংহাই প্রদেশে মোট আট লক্ষ ছয় হাজার ছয়শো পঞ্চাশ জন কৃষক ও পশুপালক নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন, তা সারা প্রদেশের লোকসংখ্যার মধ্যে ছিয়াশি দশমিক পঁয়ষট্টি শতাংশ দখল করেছে। তার মধ্যে চরম দরিদ্র্য (পাঁচ-জমিন পরিবার সহ) চুয়ান্ন হাজার নয়শো সাতাত্তর জন, পরীক্ষামূলক জেলার দরিদ্র্য লোকদের মধ্যে ঊননব্বই দশমিক চার শতাংশ । দুই হাজার চার সালের সেপটেম্বর মাস পর্যন্ত, মোট একানব্বই হাজার তিনশো সাতাশি জন সুবিধাভোগী কৃষক ও পশুপালক এক কোটি তেইশ লক্ষ একচল্লিশ হাজার নয়শো ইউয়ান রেনমিনপির খরচ কৃষকদের পক্ষে চুকানো হয়েছে। নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা ছিংহাই প্রদেশের হাজার হাজার কৃষক ও পশুপালকদের জন্য "স্বাস্থ্য মহাপ্রাচীর" স্থাপন করেছে। নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থার প্রবর্তনের সঙ্গে সঙ্গে, ছিংহাই প্রদেশের কৃষক ও পশুপালক নাগরিকরা সুস্বাস্থ্যের নীল আকাশের নীতি বসবাস করতে পারেন।
|