দু'দিনব্যাপী সুদানকে সহায়তা প্রদান বিষয়ক সম্মেলন ১২ এপ্রিল নরওয়ের রাজধানী অসলোয় সমাপ্ত হয়েছে। দক্ষিণ সুদানের শান্তি এবং পুনর্গঠনে সাহায্য দেওয়া জন্য দাতা দেশগুলো মোট ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ ঘোষণা করেছে।
নরওয়ের উন্নয়ন সহায়তা বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি ম্যাদাম এইচ.এফ.জনসন সম্মেলনটির শেষে বলেছেন, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দক্ষিণ সুদানের শান্তি এবং পুনর্গঠনের জন্য দাতা দেশগুলো এ সম্মেলনে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ ঘোষণা করেছে। দক্ষিণ সুদানের পুনর্গঠনের জন্য জাতিসংঘের আহ্বানে ১ বিলিয়ন এবং সুদান সরকারের অনুরোধে ২.৬ বিলিয়ন ডলারের তুলনায় এ অংক অনেক বেশী।
|