১২ তারিখে ই.ইউ. কমিটির একটি তিন বছরব্যাপী অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থানের পথনির্দেশকপরিকল্পনা গৃহীত হয়েছে । ই.ইউয়ের অর্থনৈতিক বৃদ্ধির মন্থরতা ও কর্মসংস্থানের অভাব দূর করা এই পরিকল্পনার লক্ষ্য ।
সামগ্নিক অর্থনীতির ক্ষেত্রেএই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে ই.ইউ.য়ের অর্থনীতির সমন্বিত উন্নয়ন সমর্থন করা এবং যত দূর সম্ভব ই.ইউ.য়ের বৃদ্ধির প্রচ্ছন্ন শক্তি কাজে লাগানো । মাইক্সইকোনমিক অর্থনীতিরক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণা খাতে অর্থববাদ্দবাড়ানো হবে, প্রশাসনিক ব্যবস্থাপণাসহজ করা হবে এবং আইনবিধি একীভূত করা হবে ,যাতে ই.ইউ.য়ের অর্থনৈতিক বৃদ্ধির প্রচ্ছন্ন শক্তি খুঁজে বের করা যায় । কর্মসংস্থানের ক্ষেত্রে, পথনির্দেশক পরিকল্পনায় প্রথমবার উল্লেখ করা হয়েছে, ই.ইউ.য়ের সামাজিক নিশ্চিয়তা বিধীনের ব্যবস্থা " আধুনিকায়নের পথ বেয়ে চলতে হবে ।
এই পরিকল্পনা ই.ইউ.য়ের সদস্য দেশগুলোর তিন বছরব্যাপী সংস্কার- পরিকল্পনার জন্যে পথ দেখাবে ।
|