গণতান্ত্রিক কংগোস্থ জাতি সংঘের বিশেষ গ্রুপের মুখপাত্র ১২ তারিখে তথ্য মাথ্যমকে জানিয়েছেন , জুন মাসের শেষ দিকে জাতি সংঘের শান্তি রক্ষা বাহিনী গণতান্ত্রিক কংগোর উত্তর-পূর্বাঞ্চলের ইতুরী এলাকার সমস্ত উপজাতির গেরিলা দলকে নিরস্ত্রের কাজ সম্পন্ন করবে ।
এই মুখপাত্র বলেছেন , জাতি সংঘের বিশেষ গ্রুপের সমর্থনে গণতান্ত্রিক কংগো সরকার গত বছরের সেপ্টেম্বর মাসে ইতুরী এলাকয় " অস্ত্র ত্যাগ করা , সমাজে আবার ফিরে আসা" নামক যে পরিকল্পনা বাস্তবায়িত করতে শুরু করেছে , তা সেখানে বিভিন্ন উপজাতির অধিকাংশ মিলিশিয়ারের সমর্থন পেয়েছে । বর্তমানে ইতুরী এলাকায় মাত্র ২ হাজার ৫ শো মিলিশিয়ার অস্ত্র সমর্পন করে নি ।
|