v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-13 13:41:24    
অস্ট্রিয়া

cri
    অস্ট্রিয়া১৯৪৫ সালের ২৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।১৯৬৫ সালের ২৬ অক্টোবর অস্ট্রিয়ারজাতীয় দিবস।

    অস্ট্রিয়ারজাতীয় পতাকা আয়তাকার। জাতীয় পতাকার রং সাদা এবং লাল। তাঁর মাঝখানে অস্ট্রিয়ারজাতীয় সংগীতের ডিজাইন। জাতীয় সংগীতের ডিজাইন হলো একটি বাজ পাখি। বাজ অস্ট্রিয়ারপ্রতীক।

    অস্ট্রিয়ারপ্রেসিডেন্ট হেইনজ ফিশার, তিনি ২০০৪ সালের জুলাই মাসে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী ঔলফগাং শুসেল ২০০০ সালের ফের্রুয়ারী মাসে নির্বাচিত হয়েছেন। ফেডারেশন সংসদের স্পীকার আন্না ইলিজাবেথ হেজেলবাখ ২০০৪ সালের জুলাই মাসে নির্বাচিত হয়েছেন।

    অস্ট্রিয়ার জন-সংখ্যা ৮১.১ লক্ষ(২০০০ সাল)। সংখ্যাগরিষ্ঠ অস্ট্রিয়ান। জনগণের মধ্যে বিদেশী প্রায় ৭.৫৮ লক্ষ অর্থাত্ মোট জনসংখ্যার ৯.৩ শতাংশ। সংখ্যালঘু জাতি যেমন স্লোভিনিয়, ক্রোয়াট এবং হাঙ্গেরিয়্যানদের অনুপাত প্রায় ০.৫২%। রাষ্ট্র ভাষা জার্মান। ৯৮% জনগণ জার্মান ভাষা ব্যবহার করে। ৮৫% জনগণ ক্যাথলিক খ্রীষ্টান ধর্ম বিশ্বাস করে। 

    অস্ট্রিয়ার ৯টি অংগরাজ্য, ১৫টি স্বায়ত্তশাসিত শহর, ৮৫টি অঞ্চল এবং ২৩৫৫টি মহকুমা বা টাউনে ভাগ করা হয়েছে।

    অস্ট্রিয়াররাজধানী ভিয়েনা।

    রাজনীতিঃ বর্তমান সংবিধান ১৯২০ সালের ১০ই নভেম্বর কার্যকরী হয়। ১৯২৫ সাল এবং ১৯২৯ সালে আলাদা আলাদাভাবে দুটি অতিরিক্ত ধারা সংযোজিত হয়েছে। ১৯৩৪ সালে সংবিধান বাতিল হয়। ১৯৪৫ সালে অস্ট্রিয়াপুনর্বার প্রতিষ্ঠিত পরে ১৯২০ সালের সংবিধান এবং দুটি অতিরিক্ত আইন অব্যাহতভাবে কার্যকরী হয়। অস্টিয়া একটি ফেডারেল প্রজাতন্ত্রী রাষ্ট্র। প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ ক্ষমতা পালন করেন। তাঁর কার্য-মেয়াদ ছয় বছর। জাতীয় সংসদ দু'কক্ষবিশিষ্ট , তা জাতীয় সংসদ এবং ফেডারেল সংসদ নিয়ে গঠিত। জাতীয় সংসদ আইন প্রণয়ন করে, তাঁর প্রতিনিধিদের কার্য-মেয়াদ চার বছর।

    সংস্কৃতিঃ অস্ট্রিয়ারসঙ্গীত আর অপেরা খুবই বিখ্যাত। অস্ট্রিয়ার ইতিহাসে অনেক সুপরিচিত সঙ্গীতবিদ আছেন। নববর্ষে ভিয়েনা কনসার্ট হলো বিশ্বের শ্রোতাদের সবচেয়ে পছন্দনীয় সংগীতানুষ্ঠানগুলোর একটি।

    অস্ট্রিয়ার স্কুল-বয়েসী ছেলেমেয়েরা নয় বছরের বাধ্যতামূলক শিক্ষা উপ-ভোগ করে। তাদের সব শিক্ষার খরচ রাষ্ট্র বহন করে।

    বিখ্যাত ভিয়েনা বিশ্ববিদ্যালয় ১৩৬৫ সালে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় হলো এই অঞ্চলে জার্মান ভাষার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। 

    পররাষ্ট্র নীতিঃ অস্টিয়া ১৯৫৫ সালের অক্টোবর মাসে নিজেকে চির-নিরপেক্ষ বলে ঘোষণা করেছে। স্নায়ু যুদ্ধের পরে অস্ট্রিয়া নিরপেক্ষ পররাষ্ট্র নীতি সুবিন্যস্ত করেছে এবং ইতিবাচক ও সার্বিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।

    চীনের সাথে সম্পর্কঃ ১৯৭১ সালের ২৮ মে অষ্ট্রিয়াও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।