চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১২ এপ্রিল পেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন পক্ষ মার্কিন পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের রণনৈতিক সংলাপের ওপর গুরুত্ব দেয়। দু'পক্ষ সংশ্লিষ্ট বিষয়ের সুনির্দিষ্ট বন্দোবস্ত করছে।
৮ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে, চীন ও যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের নানা বিষয়ে আলোচনা করার জন্য নিয়মিত উচ্চ পর্যায়ের সংলাপ করতে রাজি হয়েছে। সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে ছিন কাং উপরোক্ত কথা বলেছেন।
ছিন কাং বলেছেন, আন্তর্জাতিক বিষয়াদিতে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে দু'দেশের সংলাপ করা, সমঝোতা গভীর করা, পারস্পরিক আস্থা বাড়ানো, সহযোগিতা সম্প্রসারণ করা, ভালোভাবে পরষ্পরের যত্ন নেয়া, শুধু যে চীন - মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের জন্য হিতকর হবে তা নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্যও হিতকর।
|