ইতালি, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং পাকিস্তান প্রভৃতি দেশ ১১ এপ্রিল নিউয়র্কে"সংহত হয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত অর্জন" নামে এক জনসমাবেশ আয়োজন করেছে, বিভিন্ন দেশের উদ্দেশ্যে আলোচনার মাধ্যমে ঐক্যমতের পদ্ধতিতে নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের সমস্যা সমাধানের আহ্বান জনিয়েছে।
রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি ১১০টিরও বেশি দেশ ওই সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী গিয়ানফ্রান্কো ফিনি সমাবেশের সভাপতিত্ব করেছেন। সম্মেলনের বিরতিকালীণ অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় ফিনি বলেছেন, সম্মেলনের অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা মনে করেন, সংস্কার কেবল জাতি সংঘের মর্যাদা এবং ভূমিকা আরও জোরদার করার জন্য, তাকে বিচ্ছিন্ন করার জন্য নয়, ঐক্যমত-বর্জিত প্রস্তাব অনুযায়ী সংস্কার করা বিফল এবং ক্ষতিকর।
জানা গেছে, প্রতিনিধিরা এক অনানুষ্ঠানিক কার্য গ্রুপ গঠন করে নিরাপত্তা পরিষদের সংস্কার চালানার উপায় প্রভৃতি সমস্যা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছেন।
|