v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-12 19:53:23    
জাতীয় গণ কংগ্রেসের মঙ্গোলিয় জাতীয় প্রতিনিধি উইটত

cri
    জনাব উইট্তুর বয়স ৪৮। জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার আগে তিনি ছিলেন চীনের শ্রম ও সামাজিত নিশ্চয়তা সন্ত্রনালয়ের একজন কর্মকর্তা। পাঁচ বছনের কার্যরেময়াদে তিনি শ্রম পরিবার পরিকল্পনা ইত্যাদি বহু সমাজ বীমা নীতির প্রনয়ন ও বাস্তবায়নের কাজ তরান্বিত করেছেন। এই পটভৃমিতে তিনি জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অর্থ ও অর্থনীতি বিষয়ক অন্যতম বিশেষজ্ঞ হয়েছেন। তিনি আইনের প্রনয়ন, তত্ত্বাবধান, যাচাই করা প্রভৃতি কাজকর্মের দায়িত্ব পালন করছেন। গত বছরে তাঁর কাজের অভৃজ্ঞতা প্রসংগে তিনি বলেছেন, জাতীয় গণ কংগ্রেসের কাজ সুসম্পন্ন করা যায়, সেজন্য এখানে আসার আগে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আইনের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ কোর্স শিখতে চেয়েছি। এখানে আসার পর আমা লক্ষ্য করেছি, এখানে দৈনন্দিন কাজে খুবই ব্যস্ত। লেখাপড়ার সময় একদম নেই।

    চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী হিসেবে কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির প্রধান দায়িত্ব আইনের প্রনয়ন ও তত্ত্বাবধান, গুরুত্বপূর্ণ বিষয়াদিতে যাচাই করা আর সরকারের প্রধান কর্মকর্তাদের নিয়োগ ও অপসারণ। গত এক বছরে কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে ১২টি আইন আর আইন সম্পর্কিত খসড়া প্রস্তাব যাচাই করা হয়েছে। তিনি যেমন প্রশাসনিক অনুমতি আইন ও নাগরিকদের পরিচয়পত্র আইনের যাচাই করার কাজে যোগ দিয়েছেন, তেমনি ব্যাঁকিং শিল্পের তত্ত্বাবধান ও পরিচালনি আইন, সামাজিক বীমা আইন ইত্যাদি অর্থ ও অর্থনীতার সঙ্গে জড়িত আইন প্রনয়নের কাজেও অংগ্রহন করেছেন।

    তিনি কলেছেন, গত এক বছরে কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে তিনি ব্যস্ত ছিলেন এবং তার কাজ ফলপ্রসূও হয়েছে।

    স্ট্যান্ডিং কমিটির কাজ আর সরকারী সংস্থার কাজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যখন আমি সরকারী সংস্থায় চাকরি করতাম, তখন আমার প্রধান দায়িত্ব দেশের চিকিত্সা বীমা, কর্মস্থলে আহত বীমা আর জন্মদান বীমা ব্যবস্থার নীতি প্রনয়ন আর বলবত্ করা। এখন জাতীয় গণ কংগ্রেসের কাজ প্রধানত: গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিত সমস্যার সঙ্গে জড়িত।

    ১৯৯২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে চীনে সমাজতা এক বাজার অর্থনীতির ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তটি গৃহত হবার আগে সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা বিষয়ক বিষয়বস্তু প্রনয়ন করার জন্য তখন তিরিশাধিক বছর বয়স্ক উইটথুকে পেইচিংয়ে পাঠানো হয়। তার পর এই নীতির প্রনয়নকারী আর পালনকারীতে পরিনত হয়েছেন।

    তিনি বলেছেন, এখন সরকার কর্মসংস্থান আর সামাজিক নিশ্চয়তার কাজের উপর বিশেষ গুরুত্ব দেয়। কংগ্রেসের এবারকার বার্ষিক অধিবেশনে নিশ্চয়তা সম্পর্কিত আইনকে ২০০৩-২০০৮ সালে আইন প্রনয়নের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এখন অর্থনীতি আর সমাজ দ্রুত প্রসারিত হচ্ছে। শুরু আগের পুরানো জ্ঞান আর কাজের অভুজ্ঞতার উপর নির্ভর করলৈ ক্রমাগত উন্নয়নের পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়া কঠিন। সুতরাং পৌলিক জ্ঞান, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে আরো বেশি শেখা প্রয়োজন।

    উইটথুর জন্মস্থল উত্তর চীনের অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্ত শাসিত অঞ্চলে অবিহিত। এটা একটা বিস্তীর্ণ পশুপালন এলাকা। যখন উত্সব পালিত হয়, তখন তিনি গ্রামবাসীদের সঙ্গে দেখা করার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে জন্মস্থলে যান। তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেন আর তাদের মতামত শুনেন। পেইচিংয়ে তার বাসায়ও জন্মস্থল থেকে আসা অতিথিদের আতিথেয়তা করেন। তিনি বলেছেন, কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তিনিও অন্তঃমঙ্গোলিয়অ স্বায়ত্ত শাসিত অঞ্চলের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি। তিনি বলেছেন, কংগ্রেসের এবারকার বার্ষিক অধিবেশনে তিনি জন্মস্থল সীমান্ত এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়ন, শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের কর্মসংস্থান ও বীমা ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে প্রস্তাব দাখিল করেছেন।