যুক্তরাষ্ট্র ইরানের কতকগুলো সংগঠনের কাছে যে তথাকথিত গনতন্ত্র উন্নয়নের পুঁজি সরবরাহ করেছে , তা তীব্র নিন্দা করে ১১ তারিখ তেহরানে ইরান সরকারের মুখপাত্র রামেজানজাদেহ্ একটি বিবৃতি প্রকাশ করেছেন । তিনি বলেছেন , ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য মার্কিন সরকারের অর্থ বরাদ্দের কার্যকলাপ বহু বছর ধরে চলছে । এটা গুরুতরভাবে আন্তর্জাতিক আইন আর রীতিপ্রথা লংঘন করেছে । সুতরাং ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।
জাতি সংঘস্থ ইরানের রাষ্ট্রদূত মোহাম্মেদ জাভেদ জরিফ একই দিন এই মত প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরেকতকগুলো সংগঠনের কাছে যে অর্থ সাহায্য দান করেছে , তা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে । ইরান এই অর্থ সাহায্য-প্রাপ্ত কোনো সংগঠন ও ব্যক্তিকে নিষিদ্ধ করবে ।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বৌচার ১১ তারিখ স্বীকার করেছেন যে , গণতন্ত্র উন্নয়নে ইরানকে সাহায্য করার জন্য মার্কিন কংগ্রেস ইরানের বেসরকারী সংগঠন আর মানবতাবাদী ত্রান সংগঠনের কাছে ৩০ লক্ষ মার্কিন ডলার অর্থ বরাদ্দ করেছে ।
|