ইসরাইলের বর্তমান নেতিবাচক নীতি ফিলিস্তিন-ইসরাইল শান্তিপূর্ণ পরিস্থিতির স্থিতিশীলতার প্রতি যে হুমকী সৃষ্টি করেছে , তা নিন্দা করে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের কার্যালয় ১১ তারিখ একটি বিবৃতি দিয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে , ইসরাইলী সরকার এখনো একপেশে দৃষ্টিভংগী অবলম্বন করছে এবং ফিলিস্তিন পক্ষের সংগে নিরাপত্তা সহযোগিতা স্থগিত রাখার অপচেষ্টা চালাচ্ছে ।
অন্য খবরে প্রকাশ , মার্কিন প্রেসিডেন্ট বুশ ১১ তারিখ ওয়াশিংটনে সফরকালে ইসরাইলের প্রধান মন্ত্রী শ্যারোনের সংগে বৈঠকের সময় জোর দিয়ে বলেছেন , ইসরাইলের উচিত মধ্যপ্রাচ্য শান্তির রোড ম্যাপ পরিকল্পনা মেনে নেয়া এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিদের বসতি সম্প্রসারিত না করা ।
ফিলিস্তিনের প্রধান আলোচনা প্রতিনিধি এরেকাত একই দিন একটি বিবৃতিতে ইসরাইলের উদ্দেশ্যে বুশের বক্তব্যে সাড়া দিয়ে বসতি সম্প্রসারন তত্পরতা বন্ধ করার তাগিদ দিয়েছেন ।
|