সুদানকে সহায়তা প্রদান বিষয়ক সম্মেলন ১১ এপ্রিল নরওয়ের রাজধানী অসলোয় অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান ওই দিন এ সম্মেলনে ভাষণ দেয়ার সময়ে দক্ষিণ সুদানের পুনর্গঠনে সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আশা করেন, দাতা দেশগুলো দক্ষিণ সুদানের পুনর্গঠনের জন্য ১ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ দেবে।
নরওয়ের প্রধানমন্ত্রী বন্দেভিক এ সম্মেলনে ঘোষণা করেছেন যে, নরওয়ে আগামী তিন বছরের মধ্যে সুদানকে ২৫ কোটি মার্কিন ডলারের আর্থ-সাহায্য দেবে।
জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংকের অনুমান , ২০০৭ সালের শেষ নাগাদ সুদানের ২.৬ বিলিয়ান মার্কিন ডলারের আন্তর্জাতিক আর্থিক সাহায্য প্রয়োজন। পক্ষান্তরে দক্ষিণ সুদানের পুনর্গঠনে ৮ বিলিয়ান মার্কিন ডলারের বরাদ্দ প্রয়োজন বলে সুদান সরকার ধারণা করে।
|