v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-04-12 15:36:18    
চীনের ইতিহাসের সামন্ততান্ত্রিক রাজশাসন

cri
    চীনের ইতিহাস সূদীর্ঘকালের । খৃষ্টপূর্ব একবিংশ শতাব্দীর সঙ্গে চীনে শ্রেনী ও রাষ্ট্রায় গোষ্ঠীর শাসনাধীন দাসব্যবস্থা সম্পন্ন সিয়া রাজবংশের আর্বীভাব ঘটে । খৃষ্টপূর্ব ২২১ সালে চীনের ইতাহাসের প্রথম সামন্ততান্ত্রিক রাজকীয় বংশ--ছিন রাজবংশ প্রতিষ্ঠিত হয় ।  এর পরের  দু হাজার বছরে চীন সামন্ততান্ত্রিক রাজ-শাসনের অধীনে ছিল ।

    চীনের ইতিহাসের প্রথম একীভূত সাম-অত্যন্ত্রিক রাজবংশ । ছিন রাজবংশের প্রথম রাজা ইনচেন ছয়টি ক্ষুদ্র রাজ্য দখল করে খৃষ্টপূর্ব ২২১ সালে চীনের প্রথম একীভূত সাম-ততান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন । ছিন রাজবংশের রাজধানী হলো সিয়েন ইয়াং । ছিন রাজবংশের প্রথম রাজা ইনচেং চীনের একীভূত লিখিত ভাষা , মুদ্রা ও পরিমাপ ব্যবস্থা স্থির করে সে সময়কার সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অনুকুল শর্ত সৃষ্টি করেন । ছিন রাজবংশের আমলে চীনের ঐতিহাসিক মহাপ্রাচীর নির্মিত হয় । কিন্তু ছিন রাজবংশের রাজারা বিপুল পরিমান জনশক্তি ও অর্থ যুদ্ধ ও নির্মানকাজে ব্যয় করেছেন বলে জনসাধারন অসন্তোষ প্রকাশ করেন । ছিন রাজবংশের শেষ দিকে প্রায়ই কৃষক -বিদ্রোহ ঘটে , খৃষ্টপূর্ব ২০৬ সালে কৃষক বিদ্রোহের নেতা লিউ পান ছিন রাজবংশের অবসান ঘটিয়ে হা রাজবংশ প্রতিষ্ঠা করেন ।

    হান রাজবংশের শাসনকাল দীর্ঘ চার শ'২৬ বছর স্থায়ী ছিল । হান রাজবংশ ছিল চীনের সামন্ততান্ত্রিক সমাজের প্রথম শক্তিশালী রাজবংশ । হান রাজবংশের অর্থনীতির দ্রুত প্রসার হয় ।লোহা দিয়ে তৈরী কৃষি-যন্ত্র জনপ্রিয় করা হয় । ধাতু ঢালাই ও লবন উত্পাদন প্রধান হস্সশিল্প ছিল । এই সময়পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি হচ্ছে ছাই লুন উদ্ভিদের তন্ত্ত দিয়ে কাজ তৈরীর প্রযুক্তি আবিস্কাআ । এই সময়পর্বে বানিজ্যেরও অভুতপূর্ব বিকাশ হয়েছে , এবং ছাং আন অর্থাত্ বর্তমানের সিয়ান শহর আর লোইয়াং প্রভৃতি বৃহত শহর দেখা দিয়েছে । হান রাজবংশের রাজা লিউ ছের শাসনামলে পশ্চিম এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে হান রাজবংশের আদান-প্রদান ক্রমেই বাড়ে , বিখ্যাত রেশমী পথ সেই সময়ে চালু হয় ।

    চীনের ইতিহাসে সামন্ততান্ত্রিক রাজবংশগুলোর শাসনের একটি বৈশিষ্ট্য ছিল দীর্ঘকাল একীভূত শাসন চলার পর দেশ আবার খন্ডিত হয়ে যায় , আর বেশ কিছু দিন খন্ডিত হয়ে থাকার পর আবার একীভূত রাজবংশ প্রতিষ্ঠিত হয় । ২২০ সাল থেকে ৫৮১ সাল পর্যন্ত সময়পর্বে ত্রিরাজ্য , পশ্চিম চিন ও পূর্ব চিন আর দক্ষিণ রাজবংশ ও উত্তর রাজবংশের শাসনামল । এই সময়পর্বে একই সময়ে একাধিক রাজ্যের অস্তিত্ব করেন । সুই রাজবংশের রাজধানী ছিল ছান আন । সুই রাজবংশে পেইচিং থেকে হানচৌ পর্যন্ত মহাখাল খনন করা হয় , এই মহাখাল পৃথিবীর দীর্ঘতমো খাল ।সুই রাজবংশ ৩৭ বছর স্থায়ী ছিল । এই সময়পর্বে অতিরিক্ত খাজনা আদায় ও একটানা যুদ্ধের দরুন সুই রাজবংশ ক্রমেই দুর্বল হয় । ৬১৮ সালে সুই রাজবংশের জেনারেল লি ইউয়ান রাজধানী ছানআনের উপর আক্রমন চালিয়েছেন এবং ৬১৯ সালে থাং রাজবংশ প্রতিষ্ঠা করেন । থাং রাজবংশ চীনের সাম-ততান্ত্রিক রাজবংশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল । এই রাজবংশের দশ-বারোজন রাজা যোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে জানতেন বিনয়ের সঙ্গে তাদের মতামত শুনতেন । এবং দুর্নীতির বিরোধীতা করতেন । ফলে থাং রাজবংশের আমলে চীনের সমাজের ও অর্থনীতির অভূতপূর্ব উন্নতি হয় । থাং রাজবংশের কবিতাগুলো এখনও লোকের মুখে মুখে । থাং রাজবংশের আমলে কাঠ খোদাই করে তক্ষর ঝনিয়ে ছাপার প্রযুক্তি আবিষ্কৃত হয় । এই প্রযুক্তি ও হান রাজবংশের আবিষ্কৃত কাগজ তৈরীর প্রযুক্তি সংস্কৃতির সম্প্রসারন তরান্বিত করেছে । তা ছাড়া ধান ও চার চাষ , চীনামাটির পাত্র তৈরী , কাগজ তৈরী আর জাহাজ তৈরী প্রভৃতি ক্ষেত্রে দ্রুত প্রসার হয় , রাজধানী ছান আন তখনকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদানপ্রদানের আন্তর্জাতিক শহরে পরিনত হয় ।