১১ তারিখে ইসলাম শিক্ষা ,বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক সমাজের প্রতি জেরুজালেমের টেম্পল মানটে অবস্থিত আল-আক্সাস মসজিদ সুরক্ষা করার আহ্বান জানিয়েছে, যাতে সমজিদটি ইস্রাইলী দক্ষিণ-পন্থীদেরধ্বংসাত্মক-কার্যকলাপ থেকে রক্ষা যায় ।
বিবৃতিতে বলা হয়েছে যে, আল-আক্সাস মসজিদ হচ্ছে বিশ্বের মুসলমানের পবিত্র স্থান, ইস্রাইলী দক্ষিণ-পন্থীদের তার পবিত্রতা লঙ্ঘন করার দুরাচরণ হচ্ছে গোটা ইসলাম বিশ্বের ওপর আগ্রমণের শামিল । ইসলাম শিক্ষা,বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইস্রাইল সরকারকে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত আরব ভুভাগে সকল ইসলাম পবিত্র স্থান আর ধর্মীয় ব্যবস্থাপনা সুরক্ষা করতে তাগিদ দিয়েছে ।
ইস্রাইলী দক্ষিণ-পন্থী ব্যক্তিরা ১০ তারিখে জেরুজালেমের পুরোনো শহরের টেম্পল মানটে প্রতিবাদ তত্পরতা আয়োজন করার জন্যে সেখানে প্রবেশের অপচেষ্টা করেছে । ইস্রাইলী পুলিশ দক্ষিণ-পন্থীদের টেম্পল মানটে প্রবেশ করতে বাধা দিয়েছেন এবং দক্ষিণপন্থী সংস্থার কয়েক জন সদস্যকে গ্রেফতার করেছেন ।
|