তোগোর বিরোধী পার্টির ৬-পার্টি ইউনিয়ন ১১ তারিখ সন্ধ্যায় আন্তর্জাতিক সমাজের কাছে এই মাসের ২৪ তারিখে অনুষ্ঠিতব্য তোগোর প্রেসিডেন্ট নির্বাচন স্থাগিত রাখার ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে , যাতে তোগোর পরিস্থিতির আরও অবনতি এড়ানো যায় ।
এই ইউনিয়নের বিভিন্ন পার্টির প্রধানরা বলেছেন , পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক কমিউনিটি ও তোগোলিস গণ রেলী প্রেসিডেন্ট নির্বাচনের সময় নির্ধারণ করেছে । বিরোধী পার্টি এত কম সময়ে নির্বাচনে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা চালাতে পারে না । সরকার , নিরাপত্তা বাহিনী ও দেশের যাবতীয় সংস্থা নির্বাচনের সমস্যায় ন্যায়পরায়ন ও নিরপেক্ষ হবে কিনা , তোগোর বিরোধী পার্টি এর জন্যও উদ্বিগ্ন । বিরোধী পার্টি মনে করে , নির্বাচনের স্বচ্ছলতা ও বৈধতা রক্ষা করতে চাইলে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে ।
|