টাইম-এর বর্ষসেরাদের মাঝে বুশ, মনমোহন সিং ও চীনা প্রেসিডেন্ট হু
cri
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিদের নামের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ আরো অনেক বিশ্ব নেতৃবৃন্দ রয়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপাটি হলো-১০০জনের এই তালিকার মাঝে ইরাকের আল-কায়েদা নেতা আবু সুসাব আল জারকাবি'র নামও রয়েছে। বিখ্যাত এই আমেরিকান ম্যাগাজিনের স্বর্বশেষ প্রকাশিত সংখ্যায় বিশ্বের প্রবাবশালী ১০০ জনের মাঝে উত্তর কোরীয় নেতা কিম জং ইল, ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, মাইক্রোসফ্ট-এর প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস এবং বিখ্যাত সংবাদপত্র ব্যবসায়ী ও নিউজকোর্প-এর মালিক রুপার্টমার্ডক-এর নামও আছে।
(দৈনিক ইনকিলাব)
|
|