ইসরাইলী পুলিশ ১০ তারিখ জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন- হামাসের নেতা শেখ হাসান ইউসেফকে গ্রেফতার করেছে । তাদের যুক্তি হলো তিনি জর্দান নদীর পশ্চিম তীরের টেমপল্ মাউন্টে মুসলমানদের প্রবেশ সম্পর্কিত নিষেধাজ্ঞা লংঘন করেছেন ।
ইউসেফ একই দিন সকালে টেমপল মাউন্টের মুসলমানদের পবিত্রস্থান আল- আক্সা মসজিদে আল জাঝিরা টেলিভিশন কেন্দ্রকে সাক্ষাত্কার দেয়ার সময়ে মুসলমানদের উদ্দেশ্যে টেম্পল মাউন্টে সমাবেশিত হয়ে ইসরাইলের চরম দক্ষিণপন্থী সংস্থার সম্ভাব্য ধ্বংসাত্মক কার্যকলাপ মোকাবিলা করার আহবান জানিয়েছেন । তার পর ইউসেফ জেরুজালেমের একটি পরীক্ষা কেন্দ্রে গ্রেফতার হয়েছেন এবং তাকে জর্দান নদীর পশ্চিম তীরে ফেরত্ পাঠানো হয়েছে ।
|