কিরগিজস্তানের সংসদ ১১ এপ্রিল সংখ্যাগরিষ্ঠ ভোটে আস্কার আকায়েভের প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগের বিবৃতি অনুমোদন করেছে, এবং এই বছরের ১০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
৪ এপ্রিল আকায়েভ মস্কোয় পদত্যাগের বিবৃতি স্বাক্ষর করেছেন, কিন্তু কিছু সাংসদ মনে করেন, তাঁর প্রতি আইনগত দায়িত্ব বহন করার দাবি জানানো উচিত, সংসদ এই বিবৃতি নিয়ে পর্যালোচনা করতে পারে নি।
অন্য খবরে জানা গেছে, কিরগিজস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কুর্মানবেক বাকিয়েভ ১০ তারিখে রাশিয়ার জাতীয় টেলিভিশন কেন্দ্রকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন, কিরগিজস্তান একটি বিশেষ কমিটি প্রতিষ্ঠা করেছে। কমিটি আকায়েভ এবং তাঁর পরিবারের সম্পদ প্রভৃতি সমস্যা নিয়ে তদন্তের কাজ শুরু করবে।
|