|
 |
(GMT+08:00)
2005-04-11 16:09:48
|
জুনিয়র লিসনার্স ক্লাব
cri
১৯৯৯ সালে আমরা দশ বারোজন বন্ধু একটি শ্রোতা সংঘ গঠন করি। যার নাম "জুনিয়র রেডিও লিসনার্স ক্লাব"। বর্তমানে এ ক্লাবের শ্রোতা সংখ্যা ২০ জন। আমরা সকলে সি আর আই এর বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনি। এ ছাড়া এ বছর আমরা সি আর আই বাংলা অনুষ্ঠানের জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছি।আমরা আমাদের ক্লাবের সকল সদস্যকে ৫টি করে সি আর আই বাংলার রিসিপশন তৈরি করে দিয়েছি এবং তাদের বলে দিয়েছে , তারা যেন ৫ জন বন্ধু বান্ধবকে সেগুলো দেয় এবং অনুষ্ঠান শোনার জন্য অনুরোধ করে। যারা ঐ রিসিপশন পাবে , তারাও যেন অন্য ৫ জনকে সি আর আই এর অনুষ্ঠান শোনার কথা বলে। আমাদের এইবেষ্টা অব্যহত থাকবে। এর ফলে সি আর আই এর শ্রোতা সংখ্যা বাড়বে বলে আশা করি।
---বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবির বীরনগর গ্রামের জুনিয়র লিসনার্স ক্লাবের সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম
|
|
|