লেবাননের রাজধানী বৈরুতে ১০ তারিখে "জাতি ঐক্য"নামক ম্যারাথণ দৌড়প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, প্রায় ৪০ হাজারেরও বেশী লেবাননী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ।
জানা গেছে, এবারকার ম্যারাথণদৌড় প্রতিযোগিতা বৈরুতের ম্যারাথণদৌড় পরিষদ আয়োজন করেছে, এর পাল্লা৫ কিলোমিটার ।
১৪ই ফেব্রুয়ারী হারিরির গুপ্তহত্যার পর, এটা লেবাননের প্রথম বিরাট ক্রীড়া তত্পরতা ।
লেবাননের গৃহযুদ্ধের ৩০ বার্ষিকীর উপলক্ষে, লেবাননের "জাতীয় বলবর্ধন আর মৈত্রী সংস্থা" একাধিক স্মারকতত্পরতার আয়োজন করেছে । লেবাননীরা যাতে চিরকাল ১৫ বছরব্যাপী গৃহযুদ্ধ জনিত দুঃখদুর্দশা মনে রাখবেন এবং গৃহযুদ্ধ এড়াতে রাষ্ট্রীয় একীকরণ ও জাতীয় ঐক্য সুরক্ষারপ্রচেষ্টাচালাবেন তার জন্য এই সব ক্রীড়া- তত্পরতা আয়োজন করা হয়েছে ।
|