সিংগাপুরের লিয়ানহো চাওপাও ১১ তারিখে একটি প্রবন্ধ প্রকাশ করে চীন ও ভারতের উন্নয়ন আর চীন-ভারত সম্পর্কের উচ্চমুল্যয়ন করেছে ।
"এশিয়ার দুই মহামানবের করমর্দণ" নামক এই প্রবন্ধে বলা হয়েছে যে, চীন আর ভারতের বিস্ময়কর অর্থনৈতিক সাফল্য এবং উন্নয়নের প্রচ্ছন্ন শক্তি আছে । বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় দুইদেশ দিনদিন আরো বিরাট ভুমিকা পালন করছে । বর্তমানে ভারতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সফর থেকে বোছা যায় যে, দু'দেশ শুধু যে সহযোগিতা চালাতে ইচ্ছুক তা নয়,দুই দেশের ব্যাপক বিরাট সহযোগিতার প্রচ্ছন্ন শক্তিও থাকে । এটা হচ্ছে দু'দেশের সম্পর্কক্রমাগিত সুসংবন্ধ হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত ।
প্রবন্ধে আরোবলা হয়েছে, চীন-ভারতের উন্নয়নে শুধু দু'দেশের জনগণের নয় , এশিয়ার উপকার হবে । চীন আর ভারত সহযোগিতা পূর্বএশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে ।
|