ইরাক সরকার ১০ তারিখে একটি বিবৃতি প্রকাশ করে স্বীকার করেছে যে, ইরাকের নিরাপত্তা বাহিনী সম্প্রতি বাগদাদের অদূরে সাবেক প্রেসিডেন্ট সাদ্দামের ভাতিজা ইব্রাহিম সাবাভীকে গ্রেফতার করেছে ।
বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের সাবেক সরকারের সঙ্গে সাবাভীর সম্পর্ক খুব ঘনিষ্ঠ। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত, সাবাভী আর তার পিতা হাসান মার্কিন বিরোধীসশস্ত্র ব্যক্তিদের আর্থিক সাহায্য দিচ্ছিলেন এবং বাগদাদের পাশেপাশের "সুনী বদ্বীপ এলাকা"য় হামলা চালানোর তত্পরতায় অংশগ্রহণ করেছে ।
সাদ্দামের ক্ষমতাসীণ থাকাকালে হাসান প্রেসিডেন্টের উপদেষ্টা আর তথ্য বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন , ছয় সপ্তাহের আগে সিরিয়ার সঙ্গে সংলগ্ন সীমাঞ্চলে তিনি গ্রেফতার হয়েছেন।
|