|
 |
(GMT+08:00)
2005-04-11 14:11:04
|
ডিজিটাল সংহতি তহবিল গঠিত
cri
সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি আনুষ্ঠিকভাবে গঠিত হলো ডিজিটাল সংহতি তহবিল। জাতিসংঘের তথ্য সমাজ সংক্রান্ত শীর্ষ সম্মেলন ওয়ার্ল্ড সমিট আন দ্যা ইনফরমেশন সোসাইটি(WSIS)-এর ঘোষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে এই তহবিল থেকে অর্থায়ন করা হবে। এই তহবিল আনুষ্ঠানিক গঠনের সময় জাতিসংঘের মহাসচিব কফি আনান এক বার্তায় ডিজিটাল বৈষম্য দূর করতে এ তহবিল সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই তহবিল গঠনে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র অর্থ সহায়তা দিবে।
(দৈনিক ইত্তেফাক)
|
|
|