চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৯ এপ্রিল রাতে ভারতের বাঙ্গালোরে পৌঁছার পর তাঁর হোটেলে কর্ণাটক রাজ্যের সরকারের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
ওয়েন চিয়া পাও বলেছেন, এবার তাঁর ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে সমঝোতা বাড়ানো, মৈত্রী গভীর করা, সহযোগিতা সম্প্রসারণ করা, ভবিষ্যতের কর্ম-পরিধি নির্ধারন করা, চীন-ভারত সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। তিনি বলেছেন, কর্ণাটক রাজ্যের বাঙ্গালোর "জ্ঞানের নগর" এবং "বাগান শহর" নামে পরিচিত। চলতি বছরগুলোতে চীনের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং সহযোগিতা দ্রুত বিকাশ হয়েছে। কর্ণাটক রাজ্য নিজেদের প্রাধান্য কাজে লাগিয়ে চীনের আরও বেশি শহরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করে মিলিতভাবে উন্নয়ন বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
বর্ণাটক রাজ্যের মূখ্যমন্ত্রীধরাম সিং বলেছেন, ভারত ও চীনের অর্থনীতির পারস্পরিক সমঝোতা রয়েছে। কর্ণাটক রাজ্য চীনের সঙ্গে তথ্য প্রযুক্তি, জীবন বিজ্ঞান ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করতে চায়, এবং নতুন সহযোগিতা ক্ষেত্রও উন্নয়ন করতে ইচ্ছুক।
একই দিন রাতে ওয়েন চিয়া পাও বোম্বাইস্থ চীনের জেনারেল কনসুলেটের কর্মকর্তা , চীনের পূঁজি বিনিয়োগ সংস্থা এবং চীনা বংশোদ্ভুত বিদেশী ও প্রবাসী চীনা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|